ফিরোজ হোসেন : সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন ২০১৭ এর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে শহরের সুর্যের হাঁসি ক্লিনিক- (পিকেএস) এ প্রধান অতিথি হিসেবে শিশুদের মুখে এ ভিটামিন “এ” প্লাস খাইয়ে জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন ২০১৭ এর উদ্বোধন করেন সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি। এসময় উপস্থিত ছিলেন জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক রওশানারা জামান, সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. শেখ আশিকুর রহমান, সুর্যের হাঁসি ক্লিনিক- (পিকেএস) এর মেডিকেল অফিসার ডা. মুহাম্মদ মাসুদুর রশিদ, মেডিকেল অফিসার ডা. নিশাত ফারজানা, মেডিকেল অফিসার ডা. সাবেরা সুলতানা, জেলা স্বাস্থ্য তত্বাবধায়ক জগদীশ চন্দ্র হাওলাদার, সুর্যের হাঁসি ক্লিনিক- (পিকেএস) ক্লিনিক ম্যানেজার মো. মফিকুল ইসলাম প্রমুখ। এসময় সুর্যের হাঁসি ক্লিনিক- (পিকেএস) এর কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে সাতক্ষীরা জেলার ৭টি উপজেলার মোট ২০৩১টি টিকাদান কেন্দ্রে ২ লক্ষ ৪১হাজার ৯শ ৫২ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬-১১ মাস বয়সী শিশু ২৫ হাজার ৮শ ১৭জন এবং ১২-৫৯ মাস বয়সী শিশু ২লক্ষ ১৬ হাজার ১শ ৩৫ জন।
Check Also
তালায় ইউপি পরিষদ কক্ষে দুই সাংবাদিকের উপর হামলা, প্রতিবাদে মানববন্ধন
তালা প্রতিনিধি তালার ইসলামকাটি ইউনিয়ন পরিষদে সাংবাদিক আক্তারুল ইসলাম ও আতাউর রহমানের ওপর সন্ত্রাসী রমজান আলী …