সংবিধানেরষোড়শ সংশোধনী নিয়ে অর্থমন্ত্রীর বক্তব্য আদালত অবমাননার সামিল ও আইনের শাসনের পরিপন্থী বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। অর্খমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের মন্তব্য অশুভ ইঙ্গিত বহন করে বলেও মন্তব্য করেন তিনি। আজ সকালে নয়াপল্টনে এক ব্রিফিং এসব কথা বলেন রিজভী।
রিজভী বলেন, ‘বিশ্বাসযোগ্য নির্বাচন ছাড়া বিশ্বাসযোগ্য সংসদ প্রতিষ্ঠা হতে পারে না। এ সবই ষোড়শ সংশোধনী বাতিলে সুপ্রিম কোর্টের যে রায় সেখানে উল্লেখ করা হয়েছে। সুপ্রিম কোর্টের এই রায় প্রকাশের পর বর্তমান ভোটারবিহীন সরকারের রাষ্ট্রীয় ক্ষমতায় থাকাটা জবরদস্তিমূলক ও বেআইনি।’
Check Also
অন্তর্বর্তীকালীন সরকারই তত্ত্বাবধায়ক সরকারে রূপান্তরিত হতে পারে : অ্যাটর্নি জেনারেল
র্তমান অন্তর্বর্তীকালীন সরকারই নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারে রূপান্তরিত হতে পারে বলে অভিমত ব্যক্ত করেছেন অ্যাটর্নি জেনারেল …