যৌথ প্রযোজনার নতুন ছবিতে জিৎ-ফারিয়া

কলকাতার সুপারস্টার জিৎ এবং বাংলাদেশের নুসরাত ফারিয়া জুটি বেঁধে ‌‘বাদশা দ্য ডন’ এবং ‘বস টু’ এই দুটি ব্যবসা সফল ছবি উপহার দিয়েছেন। নতুন খবর হচ্ছে, এ জুটি যৌথ প্রযোজনার নতুন ছবিতে আরেকটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন।Jeet-L-20170805123518

খবরটি নিশ্চিত করেছেন নুসরাত ফারিয়া। তিনি বলেন, ‘পাঞ্জাবি ছবি ‘জাট অ্যান্ড জুলিয়েট’ এর ছায়া অবলম্বনে তৈরি হবে নাম চূড়ান্ত না হওয়া এই ছবিটি।’ ফারিয়া আরও বলেন, ‘এখানে একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে দেখা যাবে আমাকে। ছবির চিত্রনাট্য পড়ে মনে হয়েছে এটি কমেডি ধাঁচের ছবি। ১৭ আগস্ট থেকে ইতালিতে ছবিটির শুটিং শুরু হবার কথা রয়েছে।’

জিৎ-ফারিয়া জুটির তৃতীয় ছবি হতে যাচ্ছে এটি। বাংলাদেশ থেকে ছবিটি প্রযোজনা করবে জাজ মাল্টিমিডিয়া এবং কলকাতা থেকে জিতের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান জিত্স ফিল্ম ওয়ার্ক।

জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ জানান, ‘শুটিংয়ের জন্য মোটামুটি প্রস্তুত আমরা। ছবির পরিচালক ও অন্যান্য শিল্পীর নামও শিগগির জানানো হবে।’

যৌথ প্রযোজনার নীতিমালা তো এখনো নতুন করে পুনর্গঠন হয়নি। তাহলে কীভাবে ছবির শুটিং করবেন? জবাবে প্রযোজক আজিজ বলেন, ‘যৌথ প্রযোজনার নীতিমালা পুনর্গঠনের জন্য কমিটি হয়ে গেছে। জেনেছি, আগামীকাল (রোববার) কমিটির প্রথম সভা। যেভাবেই নীতিমালা করা হোক না কেন, সেটা আমরা মেনেই কাজ করব। আশা করছি, শুটিং শুরুর আগেই হয়তো নীতিমালা হয়ে যাবে।’

Check Also

‘পাকিস্তান দলে প্রত্যেক ক্রিকেটারই অধিনায়ক’

টি-টোয়েন্টি সিরিজে দক্ষিণ আফ্রিকার সঙ্গে পেরে ওঠেনি পাকিস্তান। তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচ পণ্ড হয়, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।