ইবি সংবাদদাতা-
ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ কর্মীর হাতে সাংবাদিক লাঞ্ছনার ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। ঘটনায় মিঠু কবির নামে এক কর্মীকে সাময়িক বহিষ্কার করেছে শাখা ছাত্রলীগ।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ইংরেজী দৈনিক ‘দি ডেইলি ইনডিপেনডেন্ট’ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি শাহ আলম বিশ্ববিদ্যালয় পার্শ্ববতী শেখপাড়া বাজারে যায়। পূর্ব শত্রুতার জের ধরে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ কর্মী মিঠু কবির ও মাজেদুল হক রুবেল তাকে মারধর করে। মারধর শেষে তারা ক্যাম্পাস থেকে পালিয়ে যায়। ছাত্রলীগ কর্মীদের আঘাতে শাহ আলম মাথায় গুরুতর আঘাত পায়। পরে তাকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্র থেকে তাকে চিকিৎসা দেওয়া হয়।
এ ঘটনার পর রাত সাড়ে ১০টার দিকে শৃঙ্খলা ভঙ্গের দায়ে দলীয় কর্মীকে সাময়িক বহিষ্কার করেছে শাখা ছাত্রলীগ। শাখা ছাত্রলীগ সভাপতি শাহিনুর রহমান শাহিন ও সাধারণ সম্পাদক জুয়েল রানা হালিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
‘দি ডেইলি ইনডিপেনডেন্ট’ প্রতিনিধি শাহ আলম বলেন,‘পূর্ব শত্রুতার জের ধরে তারা আমাকে মারধর করেছে। আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট ঘটনায় জড়িতদের শাস্তির দাবি জানিয়েছি।’
Check Also
কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ দেবে জনপ্রশাসন সংস্কার কমিশন
কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ করতে যাচ্ছে জনপ্রশাসন সংস্কার কমিশন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সচিবালয় …