অধস্তন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা সংক্রান্ত বিধিমালার গেজেট প্রকাশে সরকারকে আরও দুই সপ্তাহ সময় দিয়েছেন আপিল বিভাগ।
রোববার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার নেতৃত্বে ছয় সদস্যের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এ আদেশ দেন। আদালতে সময় চেয়ে আবেদন করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। পরে আদালত দুই সপ্তাহ সময় মঞ্জুর করেন।
এ সময় আপিল বিভাগ অ্যাটর্নি জেনারেলকে এ সংক্রান্ত বিষয়ে আলোচনায় বসার আহ্বান জানান।
প্রসঙ্গত, অধস্তন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা সংক্রান্ত বিধিমালার গেজেট প্রকাশে এ নিয়ে কয়েক দফা সময় নিলো রাষ্ট্রপক্ষ। এ নিয়ে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার সঙ্গে দুই দফা বৈঠকও করেছিলেন আইনমন্ত্রী আনিসুল হক।
প্রধান বিচারপতির সঙ্গে বৈঠকের পর তিনি বলেছিলেন, অধস্তন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলাসংক্রান্ত বিধিমালার গেজেট শিগগিরই প্রকাশ করা হবে। এরপরও তা প্রকাশে আদালতের কাছে আবেদন করে কয়েকবার সময় নিলো রাষ্ট্রপক্ষ।
নিন্ম আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা সংক্রান্ত বিধিমালা প্রণয়ন না করায় আইন মন্ত্রণালয়ের দুই সচিবকে ২০১৬ সালের ১২ ডিসেম্বর তলবও করেছিলেন আপিল বিভাগ। ২০১৬ সালের ৭ নভেম্বর বিচারকদের চাকরির শৃঙ্খলা সংক্রান্ত বিধিমালা ২৪ নভেম্বরের মধ্যে গেজেট আকারে প্রণয়ন করতে সরকারকে নির্দেশ দিয়েছিলেন সর্বোচ্চ আদালত।
Check Also
সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। …