শ্যামনগর প্রতিনিধি: সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে মালঞ্চ নদীর হাঁড়িভাঙ্গার কোল নামক স্থান হতে গত ৪ আগস্ট রাতে বনদস্যু রবিউল বাহিনীর সেকেন্ড ইন কমান্ড সাহেব আলী ১৪/১৫ জন সদস্য নিয়ে মৎস্যজীবিদের ৫টি নৌকার উপর ঝাঁপিয়ে পড়ে এবং ১১জন মৎস্যজীবিকে জিম্মি করে তাদেরকে অমানুষিক নির্যাতন করে। এদের মধ্যে গত ৫আগস্ট সকালে মোস্তফা, মঞ্জু, মানিক চাঁদ, শাহিনুর, মিজান, শফিকুল, তাহের এবং কওসার লোকালয়ে ফিরে এসে জানান, তাদেরকে অমানুষিক নির্যাতন করেছে। তারা মাথায় আঘাত করে মোস্তফার মাথা ফাঁটিয়ে দিয়েছে। মিজান এবং তাহেরের অবস্থাও আশঙ্কাজনক। তারা স্থানীয় ভাবে চিকিৎসাধিন আছে। বন দস্যুরা হরিনগর গ্রামের হাবিবুর (৩৫) ও ইছহাক এবং রাহুল মোড়ল (২৫) কে ৫লক্ষ টাকা মুক্তিপণের দাবিতে জিম্মি করে রেখেছে। ২৪ ঘন্টার মধ্যে মুক্তিপণের টাকা না দিলে তাদেরকে হত্যা করার হুমকি দিয়েছে।
Check Also
সাতক্ষীরা শহর শখার ২ নং ওয়ার্ডের উদ্যোগে সভা অনুষ্ঠিত
বাংলাদেশ জামায়াতে ইসলামি সাতক্ষীরা শহর শখার ২ নং ওয়ার্ড (রাজারবাগান ও সরকারপাড়া ইউনিট) এর উদ্যোগে …