সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পাকুন্দা গ্রামের ৯ মাসের এক কন্যাশিশুকে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগে শিশুটির পিতা জহিরুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার দুপুরে নরসিংদীর মাধবদী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) মফিজুল ইসলাম জানান, উপজেলার জামপুর ইউনিয়নের পাকুন্দা গ্রামের বাসিন্দা জহিরুল ইসলাম ২৯ জুলাই রাতে তার স্ত্রী কুলসুম বেগমের সাথে ঝগড়া করার এক পর্যায়ে তার ৯ মাস বয়সী কন্যাশিশু জান্নাত আক্তারের শরীওে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এ সময় আগুনে শিশুটি মারাত্মকভাবে আহত হয়। পরে আহত শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
গত ৩ আগস্ট বৃহস্পতিবার হাসপাতাল থেকে চিকিৎসা শেষে বাড়ি ফেরার পর শুক্রবার ভোরে শিশুটি মারা যায়। ঘটনার পর শিশুটির পিতা জহিরুল ইসলাম বাড়ি থেকে পালিয়ে যান। এই ঘটনায় শিশুটির নানী সাজিয়া বেগম বাদী হয়ে জহিরুল ইসলামকে একমাত্র আসামি করে থানায় মামলা দায়ের করেন।
Check Also
সাতক্ষীরা বিনেরপোতা সড়ক দুর্ঘটনায় ১ ভ্যান চালক নিহত
মামুন হোসেন নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা বিনেরপোতা সড়ক দুর্ঘটনায় ১ ভ্যান চালক নিহত হয়েছে। বৃহস্পতিবার ( …