লক্ষ্মীপুর এক দিন মজুরীরে ৩০ টি সবজি গাছ কেটে দিল দূবৃত্তরা

আলমগীর হোসেন লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর পৌর ৮ নং ওয়ার্ডে সমসেরাবাদ লামচরি গ্রামে সোমবার গভীর রাতে অসহায় এক দিন মজুরের জায়গা জমির পূবর্ শক্রুতার জের ধরে ৩০ টি সবজি গাছ কেটে হত্যা করা হয়েছে। গাছ গুলো হলো শিম গাছ, আলু গাছ,আকঁড়ি,ভরবটি, লাউ, কুমোড় গাছ, করলা,পেঁপে, আম, জাম, আমলা সহ ফলের গাছ গুলো তুলে নিয়ে গেছে এবং সবজি গাছ গুলো কেটে দিল দূবৃত্তরা এমনে অভিযোগ করেন দিন মজুর বেলাল হোসেন।59
তার আনুমানিক ৩০ হাজার টাকার ক্ষতি সাধন হয়েছে বলে দাবি করেন তিনি। তিনি আরো বলেন আমরা দিন মজুর, কোনো রকম দিন এনে দিনে খায়। আমাদের দখল উচ্ছেদ করার জন্য পূর্বও এভাবে গাছ পালা কেটে উজার করে ,থানায় জিডি করেও কোনো ফল পাওয়া যায়নি। তবে আমার ধারণা সম্পত্তি নিয়ে সদাগো বাড়ির সুমা (৩৮), মুন্সী (৫০),ফারুক (৬০) এদের সাথে সম্পত্তি নিয়ে দন্ড-সংঘার্ত কয়েকবার হয়েছে । তারাই সম্পত্তির জের ধরে সবজি ,ফল গাছ গুলো কেটে হত্যা করছে এমনি দাবি করেন তিনি।
এ বিষয়ে সুমার সাথে সবজি ও ফল গাছ গুলো কেটের হত্যার বিষয়ে জান্তে চাইলে তিনি জানান, জমির মালিক আমি তবে সবজি ও ফল গাছ গুলো আমি কেটে হত্যা করিনি। যারা এ ধরণের ন্যাক্কর জনক কাজ করেছে ,তাদের বিচার হোক তা আমি চাই।

 

Check Also

কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ দেবে জনপ্রশাসন সংস্কার কমিশন

কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ করতে যাচ্ছে জনপ্রশাসন সংস্কার কমিশন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সচিবালয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।