মোস্তফা কামাল – “স্বাস্থ্য পুষ্টি অর্থ চাই দেশী ফলের গাছ লাগাই” এ প্রতিপাদ্যকে সামনে রেখে শ্যামনগরে শুরু হয়েছে ৫ দিন ব্যপী ফলদ বৃক্ষ মেলা। উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল ৭ আগষ্ট সকাল সাড়ে ১০ টায় উপজেলা চত্বরের এ মেলার শুভ উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্যের পক্ষে উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এস,এম আতাউল হক দোলন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি অফিসার শেখ আব্দুল্যাহ সাদিদ, প্রেসক্লাব সভাপতি আকবর কবীর, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আবুল হোসেন, মৎস্য কর্মকর্তা ফারুক হোসেন সাগর, মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম রফিকুজ্জমান প্রমূখ। মেলায় কৃষি সম্প্রসারন অধিদপ্তরের ১টি স্টল সহ মোট২৫ টি স্টল স্থান পায়। উদ্বোবাধন শেষে অতিথিগন বিভিন্ন স্টল পরিদর্শন করেন। উপজেলা কৃষি কর্মকর্তা জানান, এবারের মেলায় অনেক নতুন জাতের হাইব্রিট ফলের চারা আমদানি করেছে। তিনি আরও বলেন, অন্যান্য বছরের তুলনায় এবার চারা বিক্রয় লক্ষ্যমাত্রা বৃদ্ধি পাবে। মেলা ৭ আগষ্ট থেকে ১২ আগষ্ট পর্যন্ত চলবে।
ছোট কুপট একতা সংঘ
শ্যামনগরে ৪ দলীয় বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
মোস্তফা কামালঃ শ্যামনগরের গোবিন্দপুর কলেজিয়েট স্কুল মাঠে ৪দলীয় বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্ট এর ১ম খেলায় আটুলিয়ার ছোট কুপট একতা সংঘ ৫-৪ গোলে রতনপুর পি,ডি,কে কে পরাজিত করে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে। গত ৭ই আগষ্ট শেখ কামাল স্মৃতি সংঘ ও সোনার বাংলা ক্লাব যৌথ আয়োজনে নির্ধারিত সময়ে উভয় দল ১-১ গোলে ড্র করে।পরে ট্রাইব্রেকারের মাধ্যমে খেলায় নিষ্পত্তি হয়। খেলাটি উদ্বোধন করেন শ্যামনগর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী গাজী আনিসুজ্জমান আনিচ। এ সময় অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার দেবী রঞ্জন মন্ডল, অধ্যক্ষ গাজী শফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা গাজী আব্দুল হাকিম, কাশিমাড়ী সহকারী ভূমি কর্মকর্তা প্রশান্ত কুমার সরকার প্রমূখ। খেলাটি পরিচালনা করেন জাহাঙ্গীর কবির, আবু তালেব মনিরুল ইসলাম ও জুলফিকার আলী জুলু। কয়েক হাজার দর্শক খেলাটি উপভোগ করেন।