ঢাকা: আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের সব রাজনৈতিক দল অংশগ্রহণ করবে বলে আশা করছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা।
সোমবার বিকেলে পররাষ্ট্র সচিব মো. শহীদুল হকের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এ আশার কথা বলেন তিনি।
এর আগে সচিবের সঙ্গে ভারতীয় হাইকমিশনার সোয়া ঘণ্টাব্যাপী বৈঠক করেন।
বৈঠক শেষে হর্ষ বর্ধন শ্রিংলা বলেন, আমরা সবাই গণতন্ত্রের মধ্যেই রয়েছি। আশা করি (বাংলাদেশের) আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক হবে।
তিনি বলেন, বাংলাদেশ ও ভারতে গণতান্ত্রিক পরিবেশ রয়েছে। স্বাভাবিকভাবেই নির্বাচন অনুষ্ঠিত হবে।
Check Also
অন্তর্বর্তীকালীন সরকারই তত্ত্বাবধায়ক সরকারে রূপান্তরিত হতে পারে : অ্যাটর্নি জেনারেল
র্তমান অন্তর্বর্তীকালীন সরকারই নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারে রূপান্তরিত হতে পারে বলে অভিমত ব্যক্ত করেছেন অ্যাটর্নি জেনারেল …