ক্রাইমবার্তা রিপোট:ঢাকা: আসন্ন জাতীয় নির্বাচন নিরপেক্ষ করতে সেনা মোতায়েনের কোন বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ^বিদ্যালয়ের সাবেক উপাচার্য ও শিক্ষাবিদ ড. এমাজউদ্দিন আহমদ।
মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে সেন্টার ফর ডায়ালগ আয়োজিত নিরপেক্ষ নির্বাচনের ‘সংকট ও সম্ভাবনা’ শীর্ষক বৈঠকে একথা বলেন তিনি।
ড. এমাজউদ্দিন বলেন, নির্বাচনের চূড়ান্ত গন্তব্য ঠিক না করে রোডম্যাপ নির্ধারণ করা ঠিক হবে না। সবার আগে আসবে লেভেল প্লেইং ফিল্ড তৈরীসহ সেনাবাহিনী মোতায়েনের বিষয়। এটি সারা জাতির দাবি। এ দাবির সঙ্গে সুশীল সমাজসহ আমরাও একমত।
তিনি বলেন, লেভেল প্লেইং ফিল্ড তৈরী ও সেনা মোতায়েনের বাইরে কোন চিন্তা করা নির্বাচন কমিশনের জন্য উচিত হবে না।
Check Also
অন্তর্বর্তীকালীন সরকারই তত্ত্বাবধায়ক সরকারে রূপান্তরিত হতে পারে : অ্যাটর্নি জেনারেল
র্তমান অন্তর্বর্তীকালীন সরকারই নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারে রূপান্তরিত হতে পারে বলে অভিমত ব্যক্ত করেছেন অ্যাটর্নি জেনারেল …