মেয়ে খুন হওয়ার পর ট্রেনের নিচে ঝাপ দিলেন বাবা

সিরাজগঞ্জের শিয়ালকোল ইউনিয়নের জগতগাতী গ্রামে মেয়ে খুন হওয়ার দু’দিন পর ট্রেনের নিচে ঝাপ দিয়ে আত্মহত্যা করেছেন বাবা।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে কামারখন্দ উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশনের কাছে কর্ণসূতী এলাকায় রাজশাহী থেকে ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাপ দিয়ে মারা যান সাইদুর রহমান বাদল (৪০)।

তিনি সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের জগতগাতী গ্রামের ইউসুফ আলী সরকারের ছেলে।

সিরাজগঞ্জ সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) রফিকুল ইসলাম জানান, গত রোববার গভীর রাতে সাইদুর রহমান বাদলের মেয়ে কলেজ ছাত্রী সাথী খাতুনকে কে বা কারা গলা কেটে হত্যা করে।

সোমবার সকালে তার বাড়ির পাশে একটি বাঁশঝাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় দায়ের করার মামলার তদন্ত চলছে।

হত্যাকাণ্ডের দু’দিন পরই ওই কলেজছাত্রীর বাবা ট্রেনের নিচে ঝাপ দিয়ে আত্মহত্যা করেন। তার দ্বি-খন্ডিত লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে প্রেরণ করেছে পুলিশ।

তিনি আরও জানান, কলেজছাত্রী হত্যাকাণ্ডের ঘটনাটি রহস্যজনক মনে হওয়ায় তার বাবাকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হলে উল্টা-পাল্টা কথা বলেন।

পুনরায় জিজ্ঞাসাবাদের জন্য বুধবার সকালে থানায় আসতে বলা হলে তিনি না এসে বাড়ি থেকে বের হয়ে জামতৈল গিয়ে ট্রেনের নিচে পড়ে আত্মহত্যা করেন।

Check Also

সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।