নারায়ণগঞ্জে শিশু অপহরণ-হত্যা: ৩ জনকে যাবজ্জীবন

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলায় মুক্তিপণের দাবিতে এক শিশুকে অপহরণের পর হত্যার দায়ে তিনজনকে যাবজ্জীবন দিয়েছে আদালত।

বুধবার নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ মিয়াজী শহীদুল আলম চৌধুরী এ রায় ঘোষণা করেন।

রায়ে সাজাপ্রাপ্তদের ৫০ হাজার টাকা করে জরিমানাও করেছে আদালত। জরিমানা অনাদায়ে তাদের আরও ছয় মাস কারাগারে থাকতে হবে।

এছাড়া অন্য একটি ধারায় লাশ গুমের দায়ে প্রত্যেক আসামিকে সাত বছর কারাদণ্ডসহ পাঁচ হাজার টাকা করে জরিমানা করেছে আদালত। একই সাথে জরিমানা অনাদায়ে তাদের আরও তিন মাস কারাগারে থাকবে হবে।

দণ্ডপ্রাপ্তরা হলেন- শেরপুরের নকলা উপজেলার ধামনা ধনকুশা গ্রামের নেয়ামত আলীর ছেলে হামিদুল হক, তার বোন আফরোজা ও ফুফাত ভাই নকলা উপজেলার রামাইসা গ্রামের লাক্কর মিয়ার ছেলে মো. রিপন।

রায় ঘোষণার সময় সব আসামি আদালতে ছিলেন।

আদালতের অতিরিক্ত পিপি আব্দুর রহিম জানান, ২০১৩ সালের ৭ সেপ্টেম্বর সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকার ইসমাঈল হোসেনের ছেলে রমজানকে অপহরণ করেন বাড়ির ভাড়াটিয়া হামিদুল, রিপন ও আফরোজা।

রমজান জালকুড়ি পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, অপহরণের পর তারা তাকে শেরপুরের নকলা এলাকায় নিয়ে মোবাইল ফোনে রমজানের বাবার কাছে মুক্তিপণ দাবি করেন। মুক্তিপণ না দেয়ায় তারা তাকে গলাটিপে হত্যার পর লাশ গুম করেন।

এ ঘটানায় রমজানের মা সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করলে পুলিশ আসামিদের গ্রেপ্তার করে; তাদের স্বীকারোক্তি অনুযায়ী নকলার চাপাঝুড়ি সেতু এলাকা থেকে রমজানের লাশ উদ্ধার করে।

পুলিশ তদন্ত শেষে ২০১৪ সালের ৩১ মার্চ তিনজনের বিরুদ্ধে ২৪ জনকে সাক্ষী করে আদালতে অভিযোগপত্র দেয়।

রায় ঘোষণার পর রমজানের মা মার্জিয়া বেগম হতাশা প্রকাশ করেছেন।

তিনি বলেন, “আমরা এই রায়ে খুশি নই। আমরা আসামিদের ফাঁসি চেয়েছিলাম। আমরা খুনিদের ফাঁসি চাই। আমরা এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাব।”

Check Also

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করেননি সমাজী

জুলাই-আগস্টের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার সাবেক ৯ মন্ত্রীসহ ১৩ জনকে আন্তর্জাতিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।