শ্যামনগরে কবর থেকে শিশুর লাশ উত্তোলন

মোস্তফা কামাল শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় কাশিমাড়ী ইউনিয়নের জয়নগর গ্রামে নজরুল ইসলাম সরদারের শিশু পুত্র মাহিম (৬মাস) হত্যার সঠিক কারণ নিরুপনের জন্য মৃত্যুর দেড় মাস পরে কবর থেকে লাশ উত্তোলন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০ টায় শ্যামনগর উপজেলা সহকারী কর্মকর্তা (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শেখ আব্দুল্যাহ সাদিদের উপস্থিতিতে লাশ উত্তোলন করা হয়। এ সময় সাতক্ষীরা জেলা সিআইডি (ক্রিমিনাল ইনভেস্টিগেশান ডিপার্টমেন্ট) পুলিশের ওসি মুন্সি মোফাজ্জেল হোসেন উপস্থিত ছিলেন। প্রসঙ্গত গত ২৭ জুন বিকাল ৫টার দিকে শিশু মাহিম কে সৎ ভাই রফিক ও শফিক হত্যা করে লাশ পুকুরে ফেলে দেয় এবং পোষ্টমটেম ছাড়াই লাশ দাফন সম্পন্ন হয়। এ ঘটনায় সৎ মা মমতাজ বেগম শ্যামনগর থানায় ১৫ নং হত্য মামলা দায়ের করে। ঘটনার সাথে সংশ্লিষ্টতার অভিযোগে শ্যামনগর থানা পুলিশ জাহেরা বিবি, নাসিমা খাতুন, রফিক ও সফিক কে আটক করে জেল হাজতে প্রেরণ করে। শ্যামনগর থানার ওসি সৈয়দ মান্নান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

 

Check Also

সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।