ওয়ার্ল্ড ভিষণের উদ্যোগে বিভিন্ন উপকরণ বিতরণ

শেখ কামরুল ইসলাম:হত দরিদ্র পরিবারের মধ্যে আয় বৃদ্ধিমুলক উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুর ১২টায় এডিপি ওয়ার্ল্ড ভিষণ সাতক্ষীরা নিজস্ব কার্যালয়ে এ উপকরণ বিতরণ করা হয়। এসময় দুইজন দরিদ্র মহিলাকে মুদি মালামাল, ৫জনকে সেলাই মেশিন, ৫জনকে ফেরী করে কাপড় বিক্রির জন্য বিভিন্ন প্রকার কাপড় সামগ্রী বিতরণ করা হয়। বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে স্থানীয় জনগোষ্ঠীর সম্পৃত্তার অ্যাসেসমেন্ট করে প্রয়োজনীয়তা অনুসারে আয়বৃদ্ধিমুলক উপকরণ সরবরাহ করা হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর হোসেন সজল। উপস্থিত ছিলেন সাতক্ষীরা এডিপি ওয়ার্ল্ড ভিষনের ম্যানেজার স্বপন মন্ডল, অর্থনৈতিক উন্নয়ন প্রকল্পের ম্যানেজার দিনো চন্দ্র দাস, এবং কৃষি বিষয়ক প্রকল্প কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম প্রমূখ। এসময় প্রধান অতিথি বলেন, বর্তমানে প্রতিটি ক্ষেত্রে উন্নয়নের ধারাবহিকতা অব্যহত রয়েছে। ওয়ার্ল্ড ভিষণের মাধ্যমে যে উপকরণ বিতরণ করা হয়েছে তা খুবই ভালো একটি উদ্যোগ।

১০.৮.১৭

Check Also

সাতক্ষীরা জেলা জলবদ্ধতা নিরসন কমিটির সভা

শাহ জাহান আলী মিটন , সাতক্ষীরা :সাতক্ষীরা   জেলা  জলবদ্ধতা নিরসন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।সাতক্ষীরা জেলা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।