কিশোরগঞ্জ: কিশোরগঞ্জ জেলা জামায়াতের কার্যালয়ে ভাঙচুর করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা ।
গত বুধবার রাতে এ ঘটনা ঘটে।
এ ব্যাপারে ছাত্রলীগের কোনো নেতার মন্তব্য পাওয়া যায়নি। তবে এ বিষয়ে তাঁরা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন।
জেলা ছাত্রলীগের সভাপতি তাঁর ফেসবুক আইডিতে ভাঙচুরের ছবি আপলোড করে মন্তব্য করেন, ‘প্রথম আঘাত কিশোরগঞ্জ এই করলাম জামাত শিবিরের জেলা কার্যালয় ভাঙচুর। জেলা ছাত্রলীগের বিক্ষোভ মিছিলের পর। বদলা নিতে এক পা পিছপা হবে না কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগ।…’
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী একটি মিছিল নিয়ে গত বুধবার রাত আটটায় জেলা শহরের নগুয়া এলাকায় জামায়াতের কার্যালয়ের ভেতরে প্রবেশ করেন। এ সময় তাঁরা কার্যালয়ের আসবাবসহ সাইনবোর্ড ভাঙচুর করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জেলা জামায়াত সূত্র জানায়, গত বুধবার সন্ধ্যার পর হঠাৎ ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী কার্যালয়ে হামলা চালান। এ সময় তারা তালা ভেঙে ভেতরে ঢুকে প্লাস্টিকের দু‘শ চেয়ার, বেশ কয়েকটি টেবিল, দরজা-জানালা, বৈদ্যুতিক পাখাসহ কার্যালয়ের সাইনবোর্ড ভাঙচুর করেন।
এ ব্যাপারে জেলা জামায়াতের আমির রমজান আলী বলেন, কিশোরগঞ্জের রাজনীতিতে একটি সহাবস্থান ছিল। এখানে কোনো রাজনৈতিক হিংসা-দ্বেষ ছিল না। কিন্তু এ ঘটনার মাধ্যমে জেলার রাজনীতির ঐতিহ্যে আঘাত পড়েছে। এ বিষয়ে তাঁরা ক্ষয়ক্ষতি নিরূপণের পর দলীয় সিদ্ধান্ত মোতাবেক আইনি ব্যবস্থা নেবেন।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোন্দকার শওকত জাহান বলেন, বুধবার রাতে কে বা কারা জামায়াতের কার্যালয়ে হামলা-ভাঙচুর করেন। তবে পুলিশ খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে থানায় কেউ কোনো অভিযোগ করেননি বলে তিনি জানান।