ভারতের একতরফা পানি নিয়ন্ত্রণ ও খননের নামে কোটি কোটি টাকা লুটপাটের কারণে কপোতাক্ষ নদের উপচে পড়া পানিতে,

ভারতের একতরফা পানি নিয়ন্ত্রণ ও খননের নামে কোটি কোটি টাকা লুটপাটের কারণে কপোতাক্ষ নদের উপচে পড়া পানিতে, তালা20170811_094124,কলারোয়া,কেশাবপুর সহ সাতক্ষীরা ও যশোরের নিন্মাঞ্চল এখন প্লাবিত।
20170811_093421 মানুষ সবকিছু হারিয়ে সড়কের দুধারে এ ভাবে অাশ্রয় নিয়েছে। ভেবে দুখুনতো নারী,শিশু, ছাত্রী,গর্ভবতি মা,বোনেদের অবস্থা কি। দেশের উন্নয় করতে হলে জলাবদ্ধতা নিরাশন করে মানুষের মৌলিক অধীকার ফিরে পেতে হবে এমনটায় অাশা ভুক্তভোগী মানুষ গুলোর।ক্রাইমবাতা ডটকম।

Check Also

সাতক্ষীরায় হাজী সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে 

আব্দুল্লাহ আল মামুন, সাতক্ষীরাঃ হাজী কল্যাণ সংস্থা সাতক্ষীরার আয়োজনে সাতক্ষীরায় হাজী সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।