ভারতের একতরফা পানি নিয়ন্ত্রণ ও খননের নামে কোটি কোটি টাকা লুটপাটের কারণে কপোতাক্ষ নদের উপচে পড়া পানিতে, তালা,কলারোয়া,কেশাবপুর সহ সাতক্ষীরা ও যশোরের নিন্মাঞ্চল এখন প্লাবিত।
মানুষ সবকিছু হারিয়ে সড়কের দুধারে এ ভাবে অাশ্রয় নিয়েছে। ভেবে দুখুনতো নারী,শিশু, ছাত্রী,গর্ভবতি মা,বোনেদের অবস্থা কি। দেশের উন্নয় করতে হলে জলাবদ্ধতা নিরাশন করে মানুষের মৌলিক অধীকার ফিরে পেতে হবে এমনটায় অাশা ভুক্তভোগী মানুষ গুলোর।ক্রাইমবাতা ডটকম।
