ঢাকা: মাহমুদুর রহমান মান্না বলেছেন, আপীল বিভাগ ন্যায়সঙ্গত কথা বলছে। তাই সরকার সুপ্রিমকোর্টের রায়ের বিরুদ্ধে লেগেছে।
শুক্রবার সকালে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে নাগরিক যুব ঐক্যের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
মান্না বলেন, বর্তমান সরকার লুটপাটের মাধ্যমে বাংলাদেশকে একেবারে শেষ করে দিচ্ছে। আর এই লুটপাটের বিরুদ্ধে কথা বললেই গুম করা হচ্ছে, জেলে পাঠানো হচ্ছে।
তিনি বলেন, দেশে যথাযথ গণতন্ত্র নেই। গণতন্ত্র পুনরুদ্ধারে একটি অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচনের কোন বিকল্প নেই।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নাগরিক যুব ঐক্যের আহ্বায়ক শাহিনুল আলম শাহিন। বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের কেন্দ্রীয় সমন্বয়ক শহীদুল্লাহ কায়সার।
সভায় নাগরিক যুব ঐক্যের নতুন সদস্য সচিব হিসেবে স্বপ্না আক্তারের নাম ঘোষণা করা হয়। এছাড়া ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের কমিটি ঘোষণা করা হয়।
Check Also
সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। …