পুলিশের দেখে পালাতে গিয়ে’ একজনের মৃত্যু

যশোরের শার্শা উপজেলায় ‘পুলিশের দেখে পালাতে গিয়ে’ আব্দুল মান্নানের (৫০) নামে একজনের মৃত্যু হয়েছে।

শুক্রবার ভোরে উপজেলার কন্যাদাহ বাজারে এ ঘটনা ঘটে।

নিহত মান্নান ওই গ্রামের আহার আলীর ছেলে।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি মনিরুজ্জামান জানান, মাদক ও জুয়ার আসর বসেছে- এমন খবর পেয়ে ভোরে কন্যাদাহ বাজারে আহার আলীর দোতলা ভবনে অভিযান চালায় পুলিশ।

এসময় পুলিশ দেখে তড়িঘড়ি করে জানালা দিয়ে পালাতে গেলে আব্দুল মান্নানের লুঙ্গি খিলে আটকে যায়। এরপর তিনি কার্নিশে পড়ে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান।

এ ঘটনায় জদ্দিন নামে একজনকে আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

Check Also

৩০ জুলাই পর্যন্ত অনেক দল সিদ্ধান্ত নিতে পারেনি, সংগ্রামে যুক্ত হবে কি না: সারজিস আলম

জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেছেন, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।