ঢাকা: ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের পর্যবেক্ষণে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা কোনো অসদাচরণ করেছেন কি না তা খাতিয়ে দেখা প্রয়োজন বলে মনে করছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।
রোববার দুপুরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, ষোড়শ সংশোধনী বাতিলের রায়ে প্রধান বিচারপতি কোনো অসদাচরণ করেছেন কি না তা খতিয়ে দেখা প্রয়োজন। প্রমাণ পাওয়া গেলে তার বিচারের ভার রাষ্ট্রপতির ওপর।
তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারার বিষয়ে তিনি বলেন, সাংবাদিকদেও স্বার্থ ক্ষুন্ন হয় এমন আইন থাকবে না।
Check Also
৩০ জুলাই পর্যন্ত অনেক দল সিদ্ধান্ত নিতে পারেনি, সংগ্রামে যুক্ত হবে কি না: সারজিস আলম
জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেছেন, …