রক্তনালীর টিউমার অপারেশনের পর ভালো আছে মুক্তামণি। অল্প অল্প স্বাভাবিক খাবার খাচ্ছে। রবিবার মুক্তামণির বাবা ইব্রাহিম হোসেন এ তথ্য জানান। তিনি আরও বলেন, হঠাৎ করেই যেন মুক্তামণির হাতটা অনেক হালকা হয়ে গেছে। অস্ত্রোপচারের পর জ্ঞান ফেরার পর থেকেই কথা বলছে। সকালে স্যুপ খেয়েছে। হাতে এখনো যন্ত্রনা রয়েছে। তবে আগের চেয়ে অনেক ভালো আছে। গতকাল মুক্তামণির হাতে অস্ত্রোপচার করা হয়। প্রায় তিন কেজি ওজনের টিউমার অপসারণ করেন চিকিৎসকরা। তবে শরীর থেকে সব টিউমার সরাতে আরও ৫/৬টি অস্ত্রোপচার লাগবে বলে জানিয়েছেন তারা। মুক্তামণির বাড়ি সাতক্ষীরায়। জন্মের দেড় মাস থেকেই তার ডান হাতে টিউমার দেখা দেয়। পরে এটি বড়ো হয়ে পুরো হাতে ছড়িয়ে পড়ে। গণমাধ্যমে এ নিয়ে সংবাদ প্রচার হলে সারাদেশে আলোড়ন সৃষ্টি হয়। গত ১১ই জুলাই মুক্তামণিকে ভর্তি করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে।
Check Also
সাতক্ষীরা জেলা জলবদ্ধতা নিরসন কমিটির সভা
শাহ জাহান আলী মিটন , সাতক্ষীরা :সাতক্ষীরা জেলা জলবদ্ধতা নিরসন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।সাতক্ষীরা জেলা …