ঢাকা: ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের পর্যবেক্ষণে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা কোনো অসদাচরণ করেছেন কি না তা খাতিয়ে দেখা প্রয়োজন বলে মনে করছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।
রোববার দুপুরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, ষোড়শ সংশোধনী বাতিলের রায়ে প্রধান বিচারপতি কোনো অসদাচরণ করেছেন কি না তা খতিয়ে দেখা প্রয়োজন। প্রমাণ পাওয়া গেলে তার বিচারের ভার রাষ্ট্রপতির ওপর।
তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারার বিষয়ে তিনি বলেন, সাংবাদিকদেও স্বার্থ ক্ষুন্ন হয় এমন আইন থাকবে না।
Check Also
প্রত্যেকটা অফিসের কেরানি পর্যন্ত ফ্যাসিবাদের দোসর : আসিফ মাহমুদ
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ …