বিচারপতি খায়রুল হককে লিগ্যাল নোটিশ

সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের অপব্যাখ্যা করার অভিযোগ এনে জাতীয় আইন কমিশনের চেয়ারম্যান সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন একজন আইনজীবী।

সুপ্রিম কোর্টের আইনজীবী সুলতান মাহমুদ এ নোটিশটি পাঠিয়েছেন।

এ বি এম খায়রুলের হকের বক্তব্যে বিচারপতিদের সম্মানহানির অভিযোগও আনা হয়েছে।

২৪ ঘণ্টার মধ্যে জবাব না দিলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার কথাও বলা হয়েছে নোটিশে।

সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল করে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হওয়ার পর আইন কমিশনের চেয়ারম্যান ও সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় পড়ে দেখেছি, এতে অনেক অপ্রাসঙ্গিক মন্তব্য রয়েছে। রায়ে সংবিধানের অপব্যাখ্যা করা হয়েছে। তাই সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল ফিরিয়ে আনতে হলে আবারও সংবিধান সংশোধন করতে হবে। মূল সংবিধানে যেহেতু সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল ছিল না, সেহেতু এটা রাখা সংবিধান পরিপন্থী।’

তিনি প্রশ্ন তোলেন, ‘প্রধান বিচারপতি কি প্রধান শিক্ষক, আর অন্যান্য বিচারপতিরা ছাত্র নাকি যে, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে তাকে (প্রধান বিচারপতি) অন্যান্য বিচারপতিদের পরিচালনা করতে হবে?’

Check Also

প্রত্যেকটা অফিসের কেরানি পর্যন্ত ফ্যাসিবাদের দোসর : আসিফ মাহমুদ

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।