ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল সাতক্ষীরার উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত

বঙ্গবন্ধু বাংলাদেশকে স্বাধীন করে একটি ক্ষুধা ও দারিদ্র মুক্ত দেশ উপহার দিয়েছিলেন………………………… নজরুল ইসলামDSC04768 15

সাতক্ষীরা সংবাদদাতা ঃবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল সাতক্ষীরা লিমিটেডের উদ্যোগে দোয়া অনুষ্ঠান ও বিনামূল্যে ডায়াবেটিস চেকআপ, রোগী দেখা ক্যাম্প ২০১৭ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল চত্বরে এ সভা অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা মো. হামিদুল ইসলাম খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. নজরুল ইসলাম। এসময় তিনি বলেন বঙ্গবন্ধু, শিশু রাসেলসহ তার পরিবারকে যারা নির্মম ভাবে হত্যা করেছিল ইতিহাস তাদের কখনও ক্ষমা করবেনা। বঙ্গবন্ধু বাংলাদেশকে স্বাধীন করে একটি ক্ষুধা ও দারিদ্র মুক্ত বাংলাদেশ উপহার দিয়েছিলেন । বঙ্গুবন্ধু কিভাবে এদেশের মানুষের জীবন উন্নয়নে রাজনীতি করে গেছেন তা নতুন প্রজন্মকে জানাতে হবে।বিশেষ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা, চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. শাহাজান আলী, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ এর ভাইস প্রেসিডেন্ট আব্দুস সালাম, প্রশাসনিক কর্মকর্তা মো. আনোওয়ারুল হুসাইন, আরএমও ডা.রুহুল আমিন,মেডিকেল অফিসার ডা. সিরাতুন তাসকিরা বাধন,আওয়ামীলীগ নেতা মনিরুল ইসলাম মাছুম, আব্দুর রশিদ,মার্কেটিং অফিসার আবু হেনা মোস্থফা কামাল প্রমুখ।উল্লেখ্য ক্যাম্পে ৮৫ জন রোগীকে ফ্রি ডায়াবেটিস পরিক্ষা ও চিকিৎসা পত্র প্রদান করা হয়। চিকিৎসা প্রদান করেন ডা. দেবী প্রসাদ নয়ন, ডা. মো. খায়রুল বাসার। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মো. তৌহিদুল ইসলাম। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন মার্কেটিং অফিসার মো. রাশেদুল ইসলাম।

Check Also

সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে সহসভাপতি হলেন জামায়াতের এড আবু বক্কর

সাতক্ষীরা সংবাদদাতাঃ দীর্ঘ সময়ের অচলাবস্থার পর উৎসবমুখর পরিবেশে সর্বোচ্চ ভোটারদের উপস্থিতিতে সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।