আ’ লীগের সরকারে থাকার কোন বৈধতা নেই: মির্জা ফখরুল

দিনাজপুর: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আওয়ামী লীগের সরকারে থাকার যে বৈধতা নেই, তা ষোড়শ সংশোধনী বাতিলের ফলে প্রতিষ্ঠিত হয়েছে। এ রায়ের পর্যবেক্ষণের মধ্যে এমন কিছু বেরিয়ে এসেছে যা ধ্রবতারার মতো সত্য। কিন্তু এটা তারা মেনে নিতে পারছে না।
মঙ্গলবার বেলা ১২টায় দিনাজপুর শহরের উপকন্ঠ বাঙ্গিবেচা ঘাটে বানভাসি মানুষের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে এক বক্তব্যে এসব কথা বলেন তিনি। তবে আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের কোন বক্তব্য দেননি তিনি।
তিনি আরও বলেন, তাদের যে একদলীয় চিন্তা ভাবনা মানসিকতা এটাকে তারা প্রতিষ্ঠিত করবার জন্য এখন চিৎকার শুরু করেছে। শুধু তাই নয়, এখন তারা প্রধান বিচারপতির পদত্যাগ দাবি করছে।
ফখরুল আরও বলেন, সারাদেশে লক্ষ লক্ষ মানুষ বন্যায় আক্রান্ত হলেও সরকারিভাবে তেমন ত্রাণ তৎপরতা নেই। সেজন্য তিনি সরকারিভাবে ব্যাপক ত্রাণ তৎপরতার আহ্বান জানান।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক সাবেক এমপি এ.জেড.এম রেজওয়ানুল হক, যুগ্ম আহবায়ক লুৎফর রহমান মিন্টু,খালেকুজ্জামান বাবুসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Check Also

অন্তর্বর্তীকালীন সরকারই তত্ত্বাবধায়ক সরকারে রূপান্তরিত হতে পারে : অ্যাটর্নি জেনারেল

র্তমান অন্তর্বর্তীকালীন সরকারই নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারে রূপান্তরিত হতে পারে বলে অভিমত ব্যক্ত করেছেন অ্যাটর্নি জেনারেল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।