খুলনা: রাজধানীর পান্থপথে আত্মঘাতী বিস্ফোরণে নিহত ‘জঙ্গি’ সাইফুল ইসলামের বাবা আবুল খায়ের মোল্লাকে ছেড়ে দেওয়ার কথা জানিয়েছেন খুলনা জেলার পুলিশ সুপার (এসপি) নিজাম উদ্দিন মোল্লা।
আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে জেলার ডুমুরিয়া উপজেলার সাহস ইউনিয়নের নওকাটি গ্রাম থেকে আবুল খায়েরকে আটক করা হয়েছিল।
এরপর দুপুর ১টা ৩০ মিনিটে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন এসপি নিজাম।
নিজাম উদ্দিন মোল্লা জানান, নিহত জঙ্গি সাইফুলের সম্পর্কে তথ্য জানতে তাঁর বাবা আবুল খায়েরকে আটক করা হয়েছিল। আটকের পর এসপি জানিয়েছিলেন সাইফুলের বাবা সাহস ইউনিয়ন জামায়াতের কোষাধ্যক্ষ ও নওকাটি জামে মসজিদের ইমাম।
এরআগে, মোঙ্গলবার সকালে পুলিশ জানিয়েছিল, লাশ শনাক্ত করার জন্য আবুল খায়েরকে ঢাকা নিয়ে যাওয়ার কথা রয়েছে।
এদিকে, পুলিশ ছেড়ে দেওয়ার কথা জানালেও আবুল খায়েরের পরিবারের সদস্যদের দাবি, পুলিশ তাকে আটকে রেখেছে। সর্বশেষ বিকেল ৪টায়ও আবুল খায়ের ফেরত আসেননি।
তাঁর ভাই আবদুর রউফ মোল্লা বলেন, উনি এখনো থানায় আটকা। ছাড়া পেলে তো বাড়িতে আসতেন।
সর্বশেষ বিকেল সাড়ে ৩টায় ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিলুর রহমান বলেন, থানা থেকে ছাড়া পেয়ে আবুল খায়ের সাহেব হয়তো কোনো স্বজনদের বাড়ি বেড়াতে গেছে। থানা থেকে বেরিয়ে তিনি কোথায় গেছেন সে খবর পুলিশ জানে না।