ক্তরাষ্ট্রের ভার্জিনিয়াতে উগ্র শ্বেতাঙ্গ ও বর্ণবাদ বিরোধীদের মধ্যকার সংঘর্ষের বিষয়ে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রতিক্রিয়ায় ট্রাম্পের আমেরিকান ম্যানুফ্যাকচারিং কাউন্সিল থেকে পদত্যাগ করেছেন তিনটি বড় গ্রুপের প্রধান তিনজন নির্বাহী কর্মকর্তা। এ কোম্পানি তিনটি হলো ইন্টেল করপোরেশন, মেরক অ্যান্ড কো ইনকরপোরেশন এবং আন্ডার আর্মার ইনকরপোরেশন। ভার্জিনিয়ার শার্লোটভিলে সহিংসতার পর প্রথমে ট্রাম্প যে প্রতিক্রিয়া দেন তার জবাবে সোমবার ওই কাউন্সিল থেকে এ কোম্পানিগুলোর প্রধান নির্বাহী কর্মকর্তারা পদত্যাগ করেন। এএফএল-সিআইও হলো শ্রমিক ইউনিয়নের একটি সংগঠন। তারা এক কোটি ২৫ লাখ শ্রমিকের প্রতিনিধিত্ব করে। এ ইউনিয়ন বলেছে, ওই কমিটিতে থাকা তাদের প্রতিনিধিদেরও তারা প্রত্যাহার করে নেয়ার কথা বিবেচনা করবে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়, পদত্যাগ করা ওই নির্বাহী কর্মকর্তারা হলেন ইন্টেল করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ব্রায়ান ক্রানিচ। মেরক অ্যান্ড কো ইনকরপোরেশনের প্রধান নির্বাহী কেনেথ ফ্রাজার। আন্ডার আর্মার করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কেভিন প্লাঙ্ক। উল্লেখ্য, শার্লোটভিসে সহিংসতার নিন্দা জানিয়ে সমালোচনার শিকার হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, এ সহিংসতার পেছনে সব পক্ষেরই দোষ রয়েছে। আলাদা করে উগ্র ডানপন্থীদেরকে দোষারোপ করেন নি তিনি। এর এজন্যে রিপাবলিকান সেনেটর কোরি গার্ডনার তীব্র সমালোচনা করেছেন ট্রাম্পের। করি গার্ডনার বলেন, ‘জনাব প্রেসিডেন্ট- আমাদের খারাপ(ইভিল) কে খারাপ বলেই ডাকতে হবে। এরা ছিলো শ্বেতাঙ্গ উগ্রপন্থী। আর এটা(সহিংসতা) ছিলো অভ্যন্তরীণ সন্ত্রাসবাদ।’ ট্রাম্প বলেছেন, আমরা ‘সব পক্ষের’ ঘৃণা, গোঁড়ামি ও সহিংসতার এই মর্মান্তিক প্রদর্শনের প্রতি তীব্র নিন্দা জানাই। শুধু উগ্র ডানপন্থী শ্বেতাঙ্গ জাতীয়তাবাদীদের আলাদা করে নিন্দা জানান নি ট্রাম্প। তার এমন মন্তব্যের সমালোচনা করেছেন সাবেক ভাইস-প্রেসিডেন্ট জো বাইডেনও। সর্বশেষ ট্রাম্প হামলাকারীদের ইংরেজিতে ‘রিপাগন্যান্ট’ বলে আখ্যায়িত করেছেন। রিপাগন্যান্ট অর্থ বিরোধী, বেমানান, বিমুখ। ওদিকে নিজের ব্লগ পোস্টে ইন্টেল প্রধান নির্বাহী ব্রায়ন ক্রানিচ বলেছেন, আমাদের বিভক্ত রাজনৈতিক পরিসরে মারাত্মক ক্ষতি হয়ে গেছে। এটা একটি গুরুতর ইস্যু। এদিকে দৃষ্টি আকর্ষণের জন্য আমি কাউন্সিল থেকে পদত্যাগ করেছি। মেরক অ্যান্ড কো ইনকরপোরেশনের প্রধান নির্বাহী কেনেথ ফ্রাজার বলেছেন, শ্বেতাঙ্গ উগ্রপন্থি ও বর্ণবাদ বিরোধীদের মধ্যে সহিংসতায় প্রেসিডেন্ট যে প্রতিক্রিয়া দেখিয়েছেন সে কারণে আমি কাউন্সিল থেকে পদত্যাগ করেছি। ওদিকে টুইটারে পদত্যাগের কথা জানিয়েছেন আন্ডার আর্মারের প্রধান নির্বাহী কেভিন প্লাঙ্ক। তিনি বলেছেন, আন্ডার আর্মর সৃষ্টিশীলতা ও খেলাধুলার সঙ্গে যুক্ত থাকতে চায়, রাজনীতির সঙ্গে নয়।
Check Also
গাজায় আরও ৭৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ৭৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন।এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা …