অভয়নগরে আ’লীগের জাতীয় শোক দিবস উদযাপন

বি.এইচ.মাহিনী : জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষ্যে বাঘুটিয়া ইউনয়ন আ’লীগের উদ্যোগে হাজার বছরের শ্রেষ্ট বাঙালী বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকীর আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বিকেলে ভাটপাড়ায় বাঘুটিয়া ইউনিয়ন পরিষদ চত্ত্বরে আ’লীগ ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাস্টার আলমগীর হোসেন। স্বেচ্ছাসেবকলীগনেতা বিশ্বজিত ঘোষের সঞ্চালনে উক্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা আ’লীগের সভাপতি ও সাবেক হুইপ অধ্যক্ষ শেখ আব্দুল ওহাব বলেন, বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। বাংলাদেশের ভূখ- ও বাংলাদেশী জাতীয়তাবাদের চিন্তাই করা যায় না বঙ্গবন্ধুকে ছাড়া। যে ব্যক্তির জন্ম না হলে এদেশের স্বাধীনতা আসতনা। যার জীবন যৌবন বিসর্জন দিয়ে নির্যাতন নিপীড়ন কারা ভোগ করে বাঙ্গালীর অধিকার প্রতিষ্ঠার জন্য ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে ছিলেন সেই নেতাকে ৭৫,’র ১৫ আগষ্ট সপরিবারে হত্যা করে পৃথিবীর ইতিহাসে এক কলংকজনক অধ্যায়ের সৃষ্টি করা হয়েছে যার নেপথ্যে ছিল স্বাধীনতার পরাজিত শক্তি এবং আন্তর্জাতিক চক্রান্ত। এই শোককে শক্তিতে রুপান্তরিত করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকাকে বিজয়ী করে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় বসিয়ে বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্টে পরিণত করার সহযোগিতা করতে হবে। আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সানা আব্দুল মান্নান, যুগ্ম সম্পাদক সাংবাদিক ফারুক হোসেন, যুগ্ম সম্পাদক মহিউদ্দিন আহমেদ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান তারু, জেজেআই সিবিএ’র বার বার নির্বাচিত সেক্রেটারী মল্লিক হারুন-অর-রশিদ, নওয়াপাড়া পৌর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফারাজী মাসুদুর রহমান টিটো, পৌর সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লুলু, উপজেলা বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম মোল্যা, উপজেলা কৃষকলীগের সভাপতি গোলাম হোসেন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক সরদার জসীম উদ্দিন, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সুজন মোল্যা, সাধারণ সম্পাদক রিয়াজ শেখ। আরো উপস্থিত ছিলেন উপজেলা সৈনিক লীগের সেক্রেটারী আসাদুজ্জামান, আওয়ামীলীগ নেতা দিলীপ গোস্বামী, বাঘুটিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি মোল্যা আতিয়ার রহমান, সহ-সভাপতি ফারুক হোসেন , ৮নং সিদ্দিপাশা ইউনিয়নের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান,পৌর ২ নং ওয়ার্ড সম্পাদক হাফিজুর রহমান, ইউপি সদস্য ওসমান আলী প্রমুখ। আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন ইউনিয়ন ওলামালীগের সেক্রেটারী আজগর হোসেন। অতঃপর তবারক বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

ভৈরব উত্তর-পূর্বাঞ্চলে জাতীয় শোক দিবস পালন
বি.এইচ.মাহিনী : হাজার বছরের শ্রেষ্ট বাঙালী বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে গতকাল মঙ্গলবার ভৈরব উত্তর-পূর্বাঞ্চলের সিদ্দিপাশা ইউনিয়নের শেখ নাসির উদ্দিন এতিমখানা, নাউলি ডিআইএনজিএস মাধ্যমিক বিদ্যালয়, শুভারাড়ার এসআর মাধ্যমিক বিদ্যালয়, বাশুয়াড়ী মাধ্যমিক বিদ্যালয় ও আলিম মাদরাস, বাঘুটিয়ার সিংগাড়ী মডেল হাইস্কুল, মাদরাসা ও কলেজ, মরিচা দাখিল মাদরাসা, শ্রীধরপুর ইউনিয়নের দিয়াপাড়া মডেল হাইস্কুল, বর্ণি-বিছালী মাধ্যমিক বিদ্যালয়সহ ভৈরব উত্তর পূর্বাঞ্চলের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় দিবস পালন হয়েছে বলে জানা গেছে। উক্ত অনুষ্ঠানে সিদ্দিপাশা শেখ নাসির উদ্দিন এতিম খানায় উপস্থিত ছিলেন শেখ আবু জাফর, আব্দুর রহমান মোল্যা, সমবেত তরুন সংঘের সভাপতি আশফাকুল জামা রনি। এস আর মাধ্যমিক বিদ্যালয়ে উপস্থিত ছিলেন আ’লীগ নেতা শেখ নূর আলী, লিটন ফকিরসহ আরো অনেকে।

Check Also

আশাশুনিতে টঙ্গী ইজতেমায় হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।ঢাকার টঙ্গীত ইজতেমা-মাঠে নিরীহ মুসল্লিদের উপর উগ্রবাদী সন্ত্রাসী সাদ পন্থীদের বর্বরোচিত হামলা ও পরিকল্পিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।