ঢাকা: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ষোড়শ সংশোধনী বাতিলের রায়কে কেন্দ্র করে প্রধান বিচারপতি এসকে সিনহাকে সরকার পদত্যাগে বাধ্য করছে কিনা, এ নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে।
বুধবার বেলা সাড়ে ১২ টার নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য আয়োজিত দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, উত্তরাঞ্চলে মানুষ খাবার পাচ্ছে না, থাকার জায়গায় পাচ্ছে না। আর আওয়ামী লীগ শোক পালনের নামে উৎসব করছে। বন্যা মোকাবেলায় সরকারের কার্যকর কোনো উদ্যোগ নেই বলেও উল্লেখ করেন তিনি।
মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নিয়ে রিজভী আহমেদ অভিযোগ করেন, ‘বানবাসী মানুষের সরকার নেই।’
‘দেশে পর্যাপ্ত খাদ্য-শষ্য নেই।’ দ্রুততার সঙ্গে মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি আহ্বান জানান বিএনপির এই নেতা।
Check Also
সাতক্ষীরা জেলা আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত
শাহ জাহান আলী মিটন, সাতক্ষীরা:সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ নভেম্বর) …