ঢাকা: জঙ্গি সাইফুলের রাজনৈতিক পরিচয় নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া।
বুধবার বেলা ১১টায় ডিএমপির মিডিয়া সেন্টারে শব্দ দূষণ ও হাইড্রোলিক হর্ণ বন্ধে করণীয় বিষয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
কমিশনার বলেন, ‘সে সম্প্রতি নব্য জেএমবিতে যোগ দিয়েছিল। সাইফুলের পরিচয় আমরা নিশ্চিত হতে পারলেও তার রাজনৈতিক পরিচয় আমরা নিশ্চিত করতে পারেনি। এজন্য আরও তদন্তের প্রয়োজন।’
তিনি আরও বলেন, জঙ্গি সাইফুলের সঙ্গে একাধিক লোক ছিল। তার সহযোগীরা ঢাকায় থাকতে পারে। আমরা তাদের খুজে বের করার চেষ্টা করবো বলে জানান আসাদুজ্জামান মিঞা। তিনি জানান, ‘কাউন্টার টেরোরিজম ও গোয়েন্দা সংস্থার সদস্যরা তাদের গ্রেফতারে জোর তৎপরতা শুরু করেছেন। এই জঙ্গিদের বড় ধরনের নাশকতা ঘটানোর সক্ষমতা না থাকলেও তারা বিচ্ছিন্ন কিছু ঘটালেও ঘটাতে পারে।’
প্রসঙ্গত, রাজধানীর পান্থপথের হোটেল ওলিও ইন্টারন্যাশনালের পুরনো ভবনে মঙ্গলবার সকালে আত্মঘাতী হয় জঙ্গি সাইফুল ইসলাম (২১)।
Check Also
আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাইল বাংলাদেশ
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতকে চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. …