ঢাকা: অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম প্রশাসনের সঙ্গে আপস করে চলছেন বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।
বুধবার সকালে আপিল বিভাগে মোবাইল কোর্ট মামলার শুনানিকালে প্রধান বিচারপতি অ্যাটর্নি জেনারেলকে উদ্দেশ্য করে এ কথা বলেন।
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম নির্বাচন করছেন একথা প্রধান বিচারপতির কানে পৌঁছেছে। এ খবরটি বহুল আলোচিত মোবাইল কোর্ট মামলার শুনানিকালে অ্যাটর্নি জেনারেলকে জানালেন প্রধান বিচারপতি।
এসময় তিনি অ্যাটর্নি জেনারেলকে এ প্রসঙ্গে বলেন, আপনি নির্বান করবেন বলে শুনেছি। আপনি তো এলাকায় যান। আমি শুনেছি আপনি নির্বাচন করছেন। আপনি প্রশাসনের সঙ্গে কমপ্রোমাইজ করে চলছেন। আমরা তো ইলিশের গন্ধও পাই না।
প্রধান বিচারপতি অ্যাটর্নি জেনারেলকে যখন এইসব কথা বলছিলেন তখন অ্যাটর্নি জেনারেল মাথা ঝাকাচ্ছিলেন এবং মিটি মিটি হাসছিলেন।
ইলিশ প্রসঙ্গে অ্যাটর্নি জেনারেল বলেন, আমার বাড়ি পদ্মা নদীর পাড়ে। এখনো কারেন্ট জাল দিয়ে ইলিশ মাছ ধরা হয়।
Check Also
তালায় ইউপি পরিষদ কক্ষে দুই সাংবাদিকের উপর হামলা, প্রতিবাদে মানববন্ধন
তালা প্রতিনিধি তালার ইসলামকাটি ইউনিয়ন পরিষদে সাংবাদিক আক্তারুল ইসলাম ও আতাউর রহমানের ওপর সন্ত্রাসী রমজান আলী …