বাংলা নাটকের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। চরিত্রের প্রয়োজনে নিজেকে বিভিন্ন আঙ্গিকে হাজির করতে তার যথেষ্ট সুখ্যাতি আছে।
এলাকার বড় ভাই, ঝালখোর, পানখোর, সিকান্দার বক্সসহ অসংখ্য চরিত্রে অভিনয় করে ব্যাপক আলোচিত তিনি।
বিভিন্ন উৎসবকে কেন্দ্র করে টিভি চ্যানেলগুলোতে মোশাররফ করিমের উপস্থিতি থাকে চোখে পড়ার মতো।
আসছে ঈদেও এর ব্যতিক্রম হবে না।
আর ঈদকে সামনে রেখে ব্যস্ত সময় কাটাচ্ছেন মোশাররফ করিম।
আসছে ঈদুল আযহায় পরিচালক এল আর সোহেলের নাটকে এক ডাকাতের চরিত্রে দেখা যাবে এই অভিনেতাকে। নাটকের নামই ‘ডাকাত’।
নাটকে ডাকাত দলের সর্দারের ভূমিকায় অভিনয় করবেন মোশাররফ করিম। নাটকটি রচনা করেছেন শফিকুর রহমান।
ঈদে যেসব যাত্রী বাড়ি যাওয়ার উদ্দেশে সদর ঘাটে আসেন তাদের মালপত্র ও টাকা-পয়সা লুটে নেয়াই তার কাজ। যারা সবকিছু দিতে অস্বীকার করবে তাদের চড়-থাপ্পড়, কিল-ঘুষি আর বন্দুকের খোঁচা দিয়ে সব ছিনিয়ে নেয় এই ডাকাত দল।
এজন্য তাকে দেখা যাবে জেলের কয়েদী হিসেবেও।
এই নাটকটিতে মোশাররফের সহশিল্পী হিসেবে আছেন হাসনাত রিপন, তাসনুভা এলভিন, নূরে আলম নয়ন প্রমুখ।
নাটকটি ঈদুল আযহা উপলক্ষে আর টিভিতে প্রচার হবে।