প্রধান বিচারপতিকে পদত্যাগে বাধ্য করা হচ্ছে কিনা: প্রশ্ন রিজভীর

ঢাকা: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ষোড়শ সংশোধনী বাতিলের রায়কে কেন্দ্র করে প্রধান বিচারপতি এসকে সিনহাকে সরকার পদত্যাগে বাধ্য করছে কিনা, এ নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে।
বুধবার বেলা সাড়ে ১২ টার নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য আয়োজিত দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, উত্তরাঞ্চলে মানুষ খাবার পাচ্ছে না, থাকার জায়গায় পাচ্ছে না। আর আওয়ামী লীগ শোক পালনের নামে উৎসব করছে। বন্যা মোকাবেলায় সরকারের কার্যকর কোনো উদ্যোগ নেই বলেও উল্লেখ করেন তিনি।
মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নিয়ে রিজভী আহমেদ অভিযোগ করেন, ‘বানবাসী মানুষের সরকার নেই।’
‘দেশে পর্যাপ্ত খাদ্য-শষ্য নেই।’ দ্রুততার সঙ্গে মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি আহ্বান জানান বিএনপির এই নেতা।

Check Also

একক প্রার্থী দিয়ে ভোটে লড়তে চায় ৫ ইসলামপন্থী দল, জামায়াতের সিদ্ধান্ত পরে

ইসলামপন্থীদের ভোট ‘এক বাক্সে’ আনার চেষ্টা চালাচ্ছিলেন চরমোনাইয়ের পীর ও ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মুহাম্মাদ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।