সংবাদ সম্মেলনের বিরুদ্ধে পাইকগাছা প্রেসক্লাবে পাল্টা সাংবাদিক সম্মেলন

পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছায় এলাকাবাসীর নাম ভাঙ্গিয়ে তথ্য গোপন করে খুলনায় সাংবাদিক সম্মেলন করে জমি ও ডিড মালিকের বিরুদ্ধে কথিত অভিযোগের পরিপ্রেক্ষিতে পাইকগাছা প্রেসক্লাবে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন জাকির সানা। বুধবার বিকেলে পাইকগাছা প্রেসক্লাবে জমির মালিক গড়ইখালী ইউনিয়নের বাসাখালী গ্রামের লুৎফর সরদার ও জাকির সানা গং আশাশুনির খাজরা গ্রামের নবির আলী ও তার ভাইয়ের সন্ত্রাসী জামাতা রুহুল আমিনদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে সংবাদ সম্মেলনে বিস্তর তথ্য তুলে ধরেছেন। লিখিত বক্তব্যে তিনি আরো বলেন, হোগলারচক মৌজায় ২১১, ১৯৮/১, ৯৩, ১২৭ সহ একাধিক খতিয়ানভূক্ত প্রায় ৩শ বিঘা সম্পত্তির মালিক বিনোদ বিহারী, কার্তিক, কর্ণ হরির ওয়ারেশদের নিকট থেকে ১৯৮৮ সালে বাসাখালীর মালেক সানা গং এ সম্পত্তি ক্রয় করে ভোগ দখল করে আসছে। যা নামপত্তন, কর-খাজনা পরিশোধসহ বর্তমান জরিপে তাদের নামে রেকর্ডও হয়েছে। এছাড়া বিভিন্ন মামলায় তাদের পক্ষে রায় রয়েছে। অভিযোগ করেছেন, মামলাবাজ নবির আলী, ভাইয়ের জামাতা সন্ত্রাসী রুহুল আমিন যার কোন স্বত্ব নেই, তার সহযোগী আরশাদ ঢালী, সঞ্জয় কাঠা একাধিকবার বহিরাগতদের সংগঠিত করে এ সম্পত্তি দখল চেষ্টা করে ব্যর্থ হয়ে গত ৬ আগস্ট উক্ত জমি দখলের চেষ্টা ও হামলার কল্পিত অভিযোগ তুলে থানায় মামলা করতে না পেরে সোমবারে খুলনায় সংবাদ সম্মেলনে জমির মালিক মিজান জোয়াদ্দার ও বাবুল হোসেন বাবু গাইনের নামে কল্প কাহিনী সাজিয়ে মিথ্যা, মনগড়া ও ভিত্তিহীন বর্ণনা দিয়েছেন। অদ্য উক্ত সাংবাদিক সম্মেলনের প্রতিবাদে সংবাদ সম্মেলনে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

পাইকগাছায় ইঞ্জিনিয়ার প্রেম কুমার প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
পাইকগাছা প্রতিনিধি ॥16
আওয়ামীলীগের কেন্দ্রীয় উপ-কমিটির যুগ্ম সম্পাদক পাইকগাছা-কয়রার সম্ভাব্য এমপি প্রার্থী ইঞ্জিনিয়ার প্রেম কুমার বুধবার বিকেলে পাইকগাছা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। প্রেসক্লাবের সভাপতি এ্যাডঃ এফএমএ রাজ্জাকের সভাপতিত্বে ও সম্পাদক এম. মোসলেম উদ্দীন আহম্মেদের সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সহ-সভাপতি তৃপ্তি রঞ্জন সেন, যুগ্ম সম্পাদক এন. ইসলাম সাগর, কোষাধ্যক্ষ ইমদাদুল হক, ক্রীড়া সম্পাদক এস,এম, বাবুল আক্তার, দপ্তর সম্পাদক স্নেহেন্দু বিকাশ, সমাজকল্যাণ সম্পাদক নজরুল ইসলাম, সাহিত্য সম্পাদক প্রমথ রঞ্জন সানা, সাবেক সভাপতি গাজী সালাম, জি,এ, গফুর, মিজানুর রহমান মিজান, সাবেক সম্পাদক এস,এম, আলাউদ্দিন সোহাগ, আলাউদ্দীন রাজা, বি. সরকার, আব্দুর রাজ্জাক বুলি, অমল কৃষ্ণ মন্ডল, আবুল হাশেম, ইমদাদুল হক, কৃষ্ণ রায়। মতবিনিময়কালে ইঞ্জিনিয়ার প্রেম কুমার বলেন, ছাত্রজীবন থেকে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে বুকে ধারণ করে তার স্বপ্নের বাংলাদেশ গড়ার মানসিকতা নিয়ে এবং জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগের রাজনীতি করে চলেছি। আগামী নির্বাচনে সম্ভাবনাময় প্রার্থিতার এক প্রশ্নে তিনি বলেন, মনোনয়ন বোর্ড যাকে মনোনয়ন দেবেন আমি তার জন্য দলের হয়ে কাজ করতে প্রস্তুত।

 

Check Also

আশাশুনির প্রতাপনগরে ৫ আগস্ট বন্দুকের গুলিতে নিহত ৩ শহীদের অভিভাবকদের সংবাদ সম্মেলন

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।। গত ৫ আগষ্ট-২০২৪ আশাশুনি উপজেলার প্রতাপনগরে আওয়ামীলীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।