গুড়া: বগুড়ার ধুনট উপজেলার গোসাইবাড়ী ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি সোহাগ কাজীকে (৩৫) ৩০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে গোসাইবাড়ী সাতমাথা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি পূর্ব গুয়াডহুরী গ্রামের আব্দুল লতিফ কাজী’র ছেলে।
ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) খোকন কুমার কুন্ডু জানান, সোহাগ কাজী এলাকায় দীর্ঘদিন যাবত গোপনে মাদকদ্রব্য বিক্রি করে আসছিলেন। বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে গোসাইবাড়ী সাতমাথা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে ধুনট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণসহ বেশকয়েকটি মামলা রয়েছে বলে তিনি জানান।
Check Also
সাতক্ষীরা বিনেরপোতা সড়ক দুর্ঘটনায় ১ ভ্যান চালক নিহত
মামুন হোসেন নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা বিনেরপোতা সড়ক দুর্ঘটনায় ১ ভ্যান চালক নিহত হয়েছে। বৃহস্পতিবার ( …