শার্শায় যাত্রীবাহী সোহাগ পরিবহনের চাপায় সাইকেল আরোহীর মৃত্যু

বেনাপোল প্রতিনিধি
সড়ক দুর্ঘটনায় শার্শার নাভারণে এক সাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। যশোর-বেনাপোল মহাসড়কের নাভারণ মিরাণী হোটেলের সামনে শুক্রবার দুপুর ১টার সময় বেনাপোলগামী সোহাগ পরিবহন (ঢাকামেট্রো-ব  ১৪-৭২২৪) স্বপন চক্রবর্তী (৬০) নামে এক সাইকেল আরোহীকে চাপা দেয়। ঘটনাস্থলেই সাইকেল আরোহীর মৃত্যু হয়। মৃতঃ স্বপন চক্রবর্তী শার্শা উপজেলার লক্ষণপুর ইউনিয়নের শিকারপুর গ্রামের মৃতঃ বঙ্কিম চক্রবর্তীর ছেলে।
প্রত্যক্ষ দর্শীরা জানান, মৃতঃ স্বপন সাইকেল চালিয়ে নাভারণ বাজারের দিকে যাচ্ছিলেন। বেনাপোলগামী সোহাগ পরিবহনের একটি যাত্রীবাহী বাস সাইকেল আরোহী স্বপন চক্রবর্তীকে চাপা দিয়ে চলে যায়। এসময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে নাভারণ হাইওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে আসে এবং নিহতের মরদেহ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে যায়।
এঘটনায় স্থানীয় জনগণ সোহাগ পরিবহনের কয়েকটি যাত্রীবাহী বাস রাস্তার আটকিয়ে রাখে। পরে শার্শা থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
এব্যাপারে নাভারণ হাইওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই আফজাল হোসেন বলেন, দূর্ঘটনার সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে যেয়ে মৃতঃ ব্যক্তির মরদেহ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসি। যাত্রীবাহী সোহাগ পরিবহনের কোচটি আটক করা হয় এবং চালককে আটক করা সম্ভব হয়নি। এবিষয়ে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

Check Also

আশাশুনির প্রতাপনগরে ৫ আগস্ট বন্দুকের গুলিতে নিহত ৩ শহীদের অভিভাবকদের সংবাদ সম্মেলন

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।। গত ৫ আগষ্ট-২০২৪ আশাশুনি উপজেলার প্রতাপনগরে আওয়ামীলীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।