গণমাধ্যম ব্যক্তিত্ব, পরিবেশ ও সমাজ উন্নয়নকর্মী হানিফ সংকেত পবিত্র হজ পালনের উদ্দেশ্যে গতকাল সৌদি আরব গেছেন। যাওয়ার আগে বিষয়টি মানবজমিনকে নিশ্চিত করেছেন তিনি। আর তার জন্য তিনি ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া চেয়েছেন। বিষয়টি ফেসবুকের মাধ্যমেও সবাইকে জানিয়েছেন হানিফ সংকেত। তিনি বলেন, আমি সপরিবারে সৌদি আরব যাচ্ছি। আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। সবার জন্য শুভ কামনা। হানিফ সংকেতের সঙ্গে একই ফ্লাইটে প্রখ্যাত চিত্রগ্রাহক আনোয়ার হোসেন বুলুও সপরিবারে হজে যাওয়ার উদ্দেশে দেশত্যাগ করেছেন।
Check Also
‘পাকিস্তান দলে প্রত্যেক ক্রিকেটারই অধিনায়ক’
টি-টোয়েন্টি সিরিজে দক্ষিণ আফ্রিকার সঙ্গে পেরে ওঠেনি পাকিস্তান। তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচ পণ্ড হয়, …