নওগাঁ: নওগাঁ জেলার মান্দায় একটি বাঁশবোঝাই ট্রাক উল্টে কমপক্ষে ৬ জন নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছে আরও কমপক্ষে ৩ জন।
শনিবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
মান্দা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান জানান, সকালে নয়জন শ্রমিক নিয়ে বাঁশবোঝাই ট্রাকটি নওগাঁ থেকে রাজশাহী যাচ্ছিল। হাজি গোবিন্দপুর এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ছয় শ্রমিকের মৃত্যু হয়। এসময় আহত হন তিনজন।
তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানাতে পারেননি ওসি। নিহতদের লাশ উদ্ধার করে নওগাঁ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো পাঠানো হয়েছে বলে জানান ওসি।
Check Also
৩০ জুলাই পর্যন্ত অনেক দল সিদ্ধান্ত নিতে পারেনি, সংগ্রামে যুক্ত হবে কি না: সারজিস আলম
জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেছেন, …