ঢাকা: আইন কমিশনের চেয়ারম্যান ও সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক বলেছেন, সংসদ ও গণতন্ত্র নিয়ে মন্তব্য করার ক্ষমতা বিচার বিভাগের নেই। রায়ের মধ্যে সংসদ অকার্যকর বলা হলে সেটি আইন হয়ে যায়।
শনিবার দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক আলোচনা সভায় সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায় প্রসঙ্গে সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক এমন্তব্য করেন।
এর আগে ষোড়শ সংবিধানের বাতিলের রায় প্রকাশিত হওয়ার পর তার কড়া সমালোচনা করেন খায়রুল হক। ওই সময় তিনি ‘জনগণের নয়, বিচারকদের প্রজাতন্ত্রে বাস করছি’ – বলেও মন্তব্য করেছিলেন।