২০১৫ সালে বাংলাদেশের হয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ টেস্ট খেলেন নাসির। এরপর আর ক্রিকেটের এই দীর্ঘ ফরম্যাটে দেখা যায়নি তাকে। ঘরোয়া লিগে দারুণ পারফর্ম করার সুবাদে আবারও জাতীয় দলের হয়ে মাঠে নামার সুযোগ পেতে যাচ্ছেন নাসির।
অন্যদিকে টেস্ট দলের নিয়মিত মুখ মুমিনুল হক প্রথম টেস্টের ঘোষিত স্কোয়াডে জায়গা পাননি। বাদ পড়েছেন দলের সিনিয়র ক্যাম্পেইনার মাহমুদউল্লাহ রিয়াদও।
এদিকে রিয়াদ-মুমিনুল বাদ পড়লেও নাসিরের সঙ্গে দলে ফিরেছেন পেসার শফিউল ইসলাম ও উইকেট রক্ষক ব্যাটসম্যান লিটন দাস।
আগামী ২৭ আগস্ট দুই টেস্টের প্রথমটিতে মিরপুরের শেরে বাংলায় অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে টাইগাররা।
আর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট শুরু হবে ৪ সেপ্টেম্বর।
১৪ সদস্যের বাংলাদেশ স্কোয়াড:
তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম (অধিনায়ক), সাকিব আল হাসান, মোসাদ্দেক সৈকত, লিটন দাস, নাসির হোসেন, মেহেদী মিরাজ, মোস্তাফিজুর রহমান, শফিউল ইসলাম, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম।