অভয়নগরে আবারো সরকারী সড়কের কাজ বন্ধ

বি.এইচ.মাহিনী : অভয়নগরে চলমান নতুন সড়কের কাজ বন্ধ করে দিল প্রভাবশালী মহল। ঘটনাটি ঘটেছে উপজেলার ভৈরব উত্তরের সিদ্দিপাশা ইউনিয়নের আমতলা বাজর থেকে ধুলগ্রাম খেয়াঘাট পর্যন্ত রাস্তাটিতে। সরজমিনে গিয়ে দেখা যায়, ধুলগ্রাম খেয়াঘাটে সরকারী সড়কের উপর মার্কেট হওয়ায় ব্যক্তি মালিকানা জায়গার উপর সড়কের কাজ করাতে বাধসাধে জমির মালিক। পক্ষান্তরে সরকারী রাস্তার উপরে মার্কেট করে বসে আছে প্রভাবশালী মহল ও স্থানীয় মেম্বর। মার্কেট না সরালে কোনভাবেই সড়কের কাজ করা সম্ভব হচ্ছে না বলে জানান স্থানীয়রা। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যক্তি জানান, ৩ নং ওয়ার্ডের ইউপি মেম্বর রফিকুল ইসলাম, ডা. শেখ সালাম আহমেদ, স্বাধীন সর্দার, পিকুল আহমেদসহ আরো কয়েক জনের ৯টি দোকান রাস্তার উপর দিয়ে গড়ে উঠেছে। যা রাস্তার জায়গা ৩ থেকে ৯ ফুট পর্যন্ত দোকানের মধ্যে চলে গেছে। দোকান সরিয়ে না নিলে কোনভাবেই সড়কের কাজ করা যাচ্ছে না বলে জানান সড়কের ঠিকাদার শেখ ইদ্্রীস আলী। এ বিষয়ে আশু সমাধানের উপায় সম্পর্কে জানতে চাইলে উপজেলা প্রকৌশলী কুদ্দুস আহমেদ জানান, সড়কের এ সমস্যার জন্য ব্যক্তি মালিকানা ও সরকারী সড়ক দখলকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে সড়কের কাজ বাকি আছে। ইতিমধ্যে ঠিকাদারও পরিবর্তন করা হয়েছে। উপজেলা প্রশাসনের সাথে বেশ কয়েকবার উভয় পক্ষকে নিয়ে কয়েক দফা বৈঠকও হয়েছে। কিন্তু কোন সমাধান হয়নি। তিনি আরো বলেন, তবে রাস্তার কাজ সম্পন্ন করার স্বার্থে খুব দ্রুত কঠোর সিদ্ধান্ত নেয়া হবে। এ বিষয়ে দোকানদারদের একজন ঈদের পরই সমস্যার সমাধান করে নেবে বলে এই প্রতিবেদককে আশ্বস্ত করেন।

 

Check Also

কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ দেবে জনপ্রশাসন সংস্কার কমিশন

কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ করতে যাচ্ছে জনপ্রশাসন সংস্কার কমিশন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সচিবালয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।