সভাপতির সভায় কমিটির সদস্যদের বিক্ষোভ
শ্যামনগর ব্যুরো: শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নের সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অবসরে যাওয়ার বেশ কয়েক মাস অতিবাহিত হলেও নেই কোন শিক্ষক নিয়োগের তাড়া। সভাপতি সহ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সবার অলক্ষে চালাচ্ছে গোপন বানিজ্য, কাকে প্রধান শিক্ষকের চেয়ারে বসাবেন।ম্যানেজিং কমিটির সভাপতির মাধ্যমে চলছে সম্ভাব্য প্রার্থীদের দেন দরবার। কোন প্রার্থীর অপ্রাপ্ত বয়স নিয়ে টানা পড়েন কিংবা যোগাযোগের ঘাটতি।সব মিলিয়ে ঠিকঠাক না কারে সভাপতি দিচ্ছেন না শিক্ষক নিয়োগ। গত ১২/০৮/২০১৭ তারিখে ম্যানেজিং কমিটি সহ শিক্ষকদের বৈঠক অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগ দেওয়ার লক্ষে,কিন্তু অত্র কমিটির সভাপতি নিজ ইচ্ছায় নিজ প্রার্থী নেওয়ার কথা বললে অন্য সদস্যদের সাথে এক পর্যায়ে বাকবিতন্ড হয়।সর্ব শেষ সভাপতি গাজী সালাউদ্দিন বলেন আমার সময় মতো শিক্ষক নিয়োগ দেব কাকে দিব সেটা আমার ইচ্ছা।তাহতে কমিটির মিটিং এক পর্যায়ে অসমাপ্ত থাকে।ম্যানেজিং কমিটির কার্যকারী সদস্য এস,এম রবিউল ইসলাম বলেন সভাপতি সকলের সিদ্দান্ত ছাড়াই শিক্ষক নিয়োগ দেবে।নিজ প্রর্থিকে নিজ ইচ্ছায় স্থলে প্রধান শিক্ষক থাক না থাক ওনার কিছুই আসে যায়না।এলাকার সচেতন মহলের দাবী শিক্ষাঙ্গনে এহেন অনিয়ম দূর্নীতি চলতে থাকলে প্রতিষ্ঠান কখনই চলতে পারে না যাহা সংশ্লিষ্ট কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী।
নওয়াবেঁকীতে ধর্মীয় নেতাদের মধ্যে সংলাপ অনুষ্ঠিত
শ্যামনগর ব্যুরো: রুপান্তরের অর্থায়নে অগ্রগতি সংস্থার বাস্তবায়নে আটুলিয়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে পরিবর্তনকামী নাগরিক হিসেবে জনগোষ্ঠীকে উদ্বুদ্ধ-করণে ধর্মীয় নেতৃবৃন্দের (ইমাম) দক্ষতা ও ধর্মীয় নেতাদের মধ্যে আন্তঃধর্মীয় সংলাপ কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আটুলিয়া ইউ,পি চেয়ারম্যান আবু সালেহ বাবু। প্রধান অতিথি বক্তব্যে বলেন- সমাজে শান্তি ও সম্প্রীতি রক্ষায় ধর্মীয় নেতাদের আন্তঃধর্মীয় সংলাপ ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইমামদের সচেতনার মাধ্যমে সমাজে শান্তি ও সম্প্রীতির বন্ধন তৈরি হতে পারে, ইউনিয়নের উন্নয়ন, জঙ্গিবাদ দমন,শান্তি ও সম্প্রীতি রক্ষায় ধর্মীয় নেতাকর্মীদের সহযোগিতা আশাবাদব্যক্ত করেন। সমগ্র অনুষ্ঠান টি সঞ্চলনা করেন অগ্রগতি সংস্থার কর্মকর্তা মোঃ আব্দুস সালাম।
মোস্তফা কামাল