চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর কর্ণফুলী থানার শাহ আমানত সেতুর টোল প্লাজার সামনে সড়ক দুর্ঘটনায় মা-বাবা ও দুই শিশুসহ ৫ জন নিহত হয়েছেন। নিহতের মধ্যে অন্যজন হলো সিএনজি চালক।
নিহতরা হলেন- সোহেল (৩৭) ও তার স্ত্রী বিলকিস (৩৬) এবং তাদের দুই শিশু সন্তান শারমিন (৫) ও সাব্বির (৩)। নিহত অপরজন তাদের বহনকারী সিএনজি অটোরিকশা চালক সুরুজ মিয়া (৫৫)।
শনিবার দিবাগত রাত ১২টার দিকে দাড়িয়ে থাকা একটি সিএনজি চালিত অটোরিকশাকে দ্রুতগামী বাস পিছন থেকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
কর্ণফুলি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, রাতে চট্টগ্রাম নগরীর একটি ক্লাব থেকে বিয়ের দাওয়াত খেয়ে পরিবার নিয়ে গ্রামের বাড়ি কর্ণফুলী এলাকায় ফিরছিলেন সোহেল।
রাত ১২টার দিকে তাদের সিএনজি অটোরিকশা কর্ণফুলী সেতু পা হওয়ার আগে টোল প্লাজার সামনে টোল পরিশোধ করতে দাড়ালে পিছন থেকে একটি বাস সিএনজিকে চাপা দেয়। এতে ২ শিশু ও স্ত্রীসহ সোহেল ঘটনাস্থলে মারা যান। আহত সিএনজি চালককে হাসপাতলে নেয়ার পথে সেও মারা যায়।
Check Also
আশাশুনির প্রতাপনগরে ৫ আগস্ট বন্দুকের গুলিতে নিহত ৩ শহীদের অভিভাবকদের সংবাদ সম্মেলন
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।। গত ৫ আগষ্ট-২০২৪ আশাশুনি উপজেলার প্রতাপনগরে আওয়ামীলীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান …