তিন তলার ছাদ ঢালাই উন্নয়ন প্রত্যাশার আরও একধাপ পার করলো সাতক্ষীরা প্রেসক্লাব

ফিরোজ হোসেন : উন্নয়ন প্রত্যাশার আরও একধাপ পার করলো সাতক্ষীরা প্রেসক্লাব। প্রতীক্ষা আর প্রত্যাশার সম্মিলন ঘটলো গতকাল রোববার বৃষ্টি¯œাত সকালে। তিনতলা ভবনের ছাদ ঢালাইয়ের মধ্য দিয়ে প্রেসক্লাবের যেনো নবযাত্রা শুরু হলো এদিন। সেই সাথে ভালবাসা ও ভাল লাগার সবগুলি অনুসঙ্গ যেনো এক ও অভিন্ন সুরে সুর মেলালো।

রোববার সকালে ছাদ ঢালাই পর্বের সূচনা করেন সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি। কড়াই ভর্তি খোয়া সিমেন্ট বালুর সংমিশ্রনের নির্মান সামগ্রী ঢেলে দিয়ে তিনি ঢালাই যাত্রার উদ্বোধন করেন। ঢালাই পর্বে আরও অংশ নেন সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, এলজিআরডির ইঞ্জিনিয়ার মো. সিদ্দিকুর রহমান, জেলা পরিষদ প্রকৌশলী।
সকাল ৯ টা থেকে শুরু হওয়া ঢালাই পর্ব শেষ হয় বিকাল সাড়ে চারটায়। ভাদ্রের আকাশ কখনও কালো মেঘে ঢাকা, কখনও বৃষ্টি আবার কখনও সূর্যের উজ্জ্বল রৌদ্র রশ্মিতে হেসে উঠছিল। এভাবেই নির্মান শ্রমিকরা তাদের নির্মাণ শৈলী শেষ করেন শেষ বিকালে।
সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ ও সাধারন সম্পাদক আবদুল বারীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে ছাদ ঢালাই পর্বে নিজেদের একাত্ম করে তোলেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক কালের চিত্র সম্পাদক অধ্যক্ষ আবু আহমেদ, সাবেক সভাপতি আনিসুর রহিমসহ অন্যান্য সাংবাদিকরা। পর্যায়ক্রমে সেখানে আরও আসেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি সুভাষ চৌধুরীসহ অন্যান্য সাংবাদিকরা। এ সময় এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। সবার মুখে ওঠে মিষ্টি। ঢালাই উৎসবে উৎসাহ আর উদ্দীপনার যেনো সীমা ছিল না। তিনতলা ভবন নির্মানের মধ্য দিয়ে সাতক্ষীরা প্রেসক্লাবের দীর্ঘ দিনের উন্নয়ন প্রত্যাশা পূরণ হওয়ায় সকল সাংবাদিক ও সুধিজন সন্তোষ প্রকাশ করেন।
প্রেসক্লাব নেতৃবৃন্দের মধ্যে উদ্বোধনীর সময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সহসভাপতি সভাপতি কালিদাস কর্মকার, দক্ষিণের মশালের সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহী, প্রথম আলো স্টাফ রিপোর্টার কল্যাণ ব্যাণার্জী, সাবেক সহ-সভাপতি শেখ আব্দুল ওয়াজেদ কচি, সাবেক সাধারণ সম্পাদক এম কামরুজ্জামান, মমতাজ আহমেদ বাপী, জনকণ্ঠের মিজানুর রহমান, রুহুল কুদ্দুস, প্রেসক্লাবের কার্যনির্বাহি কমিটির যুগ্ম সম্পাদক গোলাম সরোয়ার, অর্থ সম্পাদক ফারুক মাহবুবুর রহমান, সাহিত্য সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক মো. শহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক আহসানূর রহমান রাজীব, নির্বাহী সদস্য এবিএম মোস্তাফিজুর রহমান, মোশাররফ হোসেন, এম ঈদুজ্জামান ইদ্রিস, আশরাফুল ইসলাম খোকন, অসীম বরণ চক্রবর্তী, এম জিললুর রহমান, আবুল কাশেম, আব্দুল জলিল, কাজী শুকাত হোসেন ময়না, আক্তারুজ্জামান বাচ্চু, মো. আসাদুজ্জামান, মনিরুল ইসলাম মনি, শাকিলা ইসলাম জুঁই, মুহা: জিললুর রহমান, আমিনা বিলকিছ ময়না, সৈয়দ রফিকুল ইসলাম শাওন, কৃষ্ণ মোহন ব্যানার্জী, আব্দুল আলিম প্রমুখ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। ছাদ ঢালাইয়ের সূচনা পর্বে উপস্থিত সকল সাংবাদিক ও অন্যান্য অতিথিদের মিষ্টি মুখ করানো হয়।

Check Also

সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।