রাখে আল্লাহ মারে কে সুন্দরবনে বাঘের হামলা থেকে রক্ষা পেল আমজাদ/২১ আগষ্ট পালিত/সুন্দরবনে এক জেলে অপহৃত

শ্যামনগর ব্যুরো :
গতকাল সোমবার। বেলা ঠিক ১২টা। সুন্দরবনের কুশখালী খালের ভিতরে নৌকায় বসে আপন মনে কাঁকড়া আহরণ করছিল আমজাদ হোসেন। মুহুর্ত্বেই ঘটে গেল ভয়ঙ্কর কান্ড। হিংস্র বাঘের গগন বিদারী হুঙ্কার। লাফিয়ে পড়ল নৌকার উপরে। ভয়ে পাথর। হতভম্ব হয়ে গেল আমজাদ। অল্পের জন্যেই রক্ষা পেল সে। নিজেকে কোন রকমে সামলিয়ে চিৎকার করে উঠল বাঘ বাঘ বাঘ। পার্শ্ববর্তীরা দ্রুত এগিয়ে আসলে তার সাহাযার্থে। ততক্ষণে বাঘ সুন্দরবনে সটকে পড়ে। এখবর মুহুর্ত্বেই ছড়িয়ে পড়ে সুন্দরবন সংলগ্ন লোকালয়ে। স্থানীয় সিরাজুল সহ অনেকেই জানান বাঘের হুঙ্কার শুনে সবাই ছুটে আসে বনসংলগ্ন নদীর পাড়ে। তাৎক্ষনিক কদমতলা বন ষ্টেশন কর্মকর্তা ওসি নাসির উদ্দীন ওয়াল্ড টিম ও টাইগার রেসপন্স টিমের সমন্বয়ে সদস্যরা ঘটনাস্থলে এসে ঘটনার সত্যতা পায়। তারা বাঘের পায়ের তাজা ছাপ দেখতে পায়। ওসি নাসিরুদ্দীন আরও জানান, হঠাৎ করে সুন্দরবনে বাঘের আনা গোনা বৃদ্ধি পেয়েছে। স্থানীয় ইউপি সদস্য ফজলু হক জানান, আমজাদ মথুরাপুর জেলে পাড়ায় মৃত সিরাজুল গাজীর ছেলে। ঘটনা শুনে তাৎক্ষনিক ঘটনাস্থলে যাই। বর্তমানে আমজাদ নিজ বাড়ীতে সুস্থ্য আছেন।

শ্যামনগরে ২১ আগষ্ট পালিত
শ্যামনগর ব্যুরো :
২১ আগষ্ট, শোকের দিন। বাঙালী জাতির জীবনে আরও একটি কলঙ্কজনক দিন। ২০০৪ সালে এ দিনে তৎকালিন বিরোধী দলীয় নেত্রী বর্তমান প্রধান মন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু এভিনিউ এ বিকাল ৪টার দিকে ভাষন দেওয়ার সময় সন্ত্রাসীদের ছোড়া গ্রেনেড হামলার শিকার হন। মুহুর্ত্বেই ঘটে যাই বিভিষিকাময় কান্ড। আওয়ামীলীগ নেত্রী আইভি রহমান সহ মারা যায় ২৩ জন নেতাকর্মী। গ্রেনেডের স্পিলিন্টারের আঘাতে মারাত্মক আহত হয় শেখ হাসিনা। দিনটিকে পালন করতে শ্যামনগর উপজেলা আওয়ামীলীগ যথাযথ কর্মসূচী গ্রহন করে। এ উপলক্ষ্যে গতকাল সোমবার বিকাল ৫টায় স্থানীয় আওয়ামীলীগ অফিসে উপজেলা আওয়ামীলীগে সাধারণ সম্পাদক এস এম আতাউল হক দোলনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা আওময়ালীগের প্রাক্তন সাংগঠনিক সম্পাদক ও সদ্য নির্বাচিত জেলা পরিষদ সদস্য গোলাম মোস্তফা মুকুল, সুশান্ত কুমার বাবুলাল, সম আব্দুস সাত্তার ও সাঈদুজ্জামান সাঈদ সহ উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মী আলোচনা সভায় অংশ গ্রহন করে।

ছবির ক্যাপশন- শ্যামনগরে ২১ আগষ্টে আলোচনা সভায় বক্তব্য রাখছেন এস, এম, আতাউল হক দোলন।

সুন্দরবনে এক জেলে অপহৃত
শ্যামনগর ব্যুরো :
সাতক্ষীরা রেঞ্জ সুন্দরবনে গহীনে কলাগাছিয়া সংলগ্ন হেতাল বুনিয়া খালে কাঁকড়া আহরণের সময় মুক্তিপনের দাবীতে এক জেলেকে অপহরন করেছে নব্য সংগঠিত বনদস্যু সাহেব আলী বাহিনী। গতকাল সোমবার ভোর ৬টার দিকে ওই জেলে কে অপহরণ করে ৫০ হাজার টাকা মুক্তিপন দাবী করা হয়। অপহৃত জেলে হলো- গাবুরা ইউনিয়নের ৯নং সোরা গ্রামের বাক্কার মালীর ছেলে আল-আমিন মালি (২৫), অপহৃত জেলের বরাদ দিয়ে গনি খাঁ জানায়, বন অফিস হতে অনুমতি নিয়ে কাঁকড়া আহরণের সময় ৩ জনের সমন্বয়ে সাহেব আলী বাহিনী আল-আমিনকে অপহরণ করে ৭দিনের ভিতরে মুক্তিপনের টাকা পরিশোধের তাগিদ দিয়েছে। অন্যথায় তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এ বিষয়ে বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা বেলাল হোসেন বলেন, জেলে অপহরণের বিষয় কেউ অভিযোগ করেনি। খোঁজ নিয়ে আরও জানাযায়, সাহেব আলী বাহিনী প্রধান সাহেব আলী বাড়ী পদ্মপুকুর ইউনিয়নের পাতাখালী গ্রামে পাতাখালী মাদ্রাসার সামনে। সে মৃত ধনা গাজীর ছেলে। ইতি পূর্বে সে অন্য বনদস্যু বাহিনীর সক্রিয় সদস্য ছিল বলে সুত্রটি নিশ্চিত করে।

মোস্তফা কামাল
তারিখ-২১/০৮/২০১৭

Check Also

সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।