স্টাফ রিপোর্টার : জাতির জনক বঙ্গবন্ধু কণ্যা শেখ হাসিনার উপর ২১শে আগষ্ট ভয়াবহ গ্রেনেড হামলা’র ১৩ বছর পূর্তীতে অভয়নগর উপজেলা ও পৌর যুবলীগের উদ্যোগে হামলার প্রতিবাদে আলোচনা সভা ও বিক্ষোভ মিছিল গতকাল বিকালে উপজেলার পার্টি অফিসে উপজেলা যুবলীগের আহ্বায়ক তালিম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন অভয়নগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি (একাংশ) পীরজাদা শাহ্ ফরিদ জাহাঙ্গীর, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পৌর মেয়র সুশান্ত দাস শান্ত, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক শাহ খালিদ মামুন, যুবলীগের যুগ্ম আহ্বায়ক অর্জুন সেন, প্রসেনজিৎ, সঞ্জিব, জি এম মনি, পৌর যুবলীগের আহ্বায়ক বিল্লাল হোসেন, হাসান গাজী, জাকির শেখ, যুবলীগের নেতা লুৎফর রহমান, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ শান্ত, ছাত্রলীগের নেতা রাজু আহম্মেদ, রাব্বির রহমান সৈকত, মির্জা তমাল, কলেজ শাখা ছাত্রলীগের আহ্বায়ক দীন মোহাম্মাাদ দীনার, ফারুক হোসেন, আওয়ামীলীগ নেতা আকরামুজ্জামান কুদ্দুস, দুলাল বৈরাগী, প্রেমবাগ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বাবুল আক্তার বাবুল, চলিশিয়া মশিয়ার রহমান, শুভরায়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মহিউদ্দিন খান, পায়রা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও চেয়ারম্যান বিষ্ণুপদ, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান প্রমুখ। আলোচণা সভা শেষে একটি বিক্ষোভ মিছিলটি নওয়াপায়া বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে ।