ঢাকা: সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার (অব.) সাখাওয়াত হোসেন বলেছেন, বাংলাদেশের নির্বাচনে প্রধান বিচারপতির ভূমিকা অনেক।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে সুশাসনের জন্য নাগরিক- সুজন আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তিনি একথা বলেন।
সাখাওয়াত হোসেন বলেন, বাংলাদেশের নির্বাচনে নির্বাচন কমিশনের পাশাপাশি প্রধান বিচারপতির ভূমিকাও অনেক। আমরা যদি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের নির্বাচন দেখি তাহলে দেখা যাবে, ভারতের নির্বাচনে সব থেকে বড় ভূমিকা পালন করেন প্রধান বিচারপতি।
তিনি বলেন, বর্তমানে দেশে প্রধান বিচারপতিকে নিয়ে যে সমস্যার সৃষ্টি হয়েছে তাতে নির্বাচন কমিশন যদি সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করতে চায় তাতেও সুষ্ঠু নির্বাচন করা সম্ভব হবে না।
Check Also
৩০ জুলাই পর্যন্ত অনেক দল সিদ্ধান্ত নিতে পারেনি, সংগ্রামে যুক্ত হবে কি না: সারজিস আলম
জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেছেন, …