পাবনায় দুই বাসের সংঘর্ষে নিহত ৫

পাবনার সুজানগর উপজেলায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে পাচঁজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন কমপক্ষে ২০ জন।

সোমবার সকাল ১০টার দিকে পাবনা-ঢাকা মহাসড়কের দুলাই বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে  তাৎক্ষণিক তাদের পরিচয় জানা যায়নি।

হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আনোয়ার জানান, সকালে শ্যামলী পরিবহনের একটি বাস পাবনা থেকে ঢাকার দিকে যাচ্ছিল। অপর দিকে সাদ্দাম পরিবহন নামে বাসটি শাহজাতপুর থেকে পাবনার দিকে যাচ্ছিল।

পথে দুলাই বাজার এলাকায় ওই দুই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন কমপক্ষে ২০ জন।

আহতদের পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনাস্থলে উদ্ধার কাজ চলছে। নিহতদের লাশ ওই একই হাসপাতাল মর্গে পাঠানো হবে বলে জানান এসআই।

Check Also

৩০ জুলাই পর্যন্ত অনেক দল সিদ্ধান্ত নিতে পারেনি, সংগ্রামে যুক্ত হবে কি না: সারজিস আলম

জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেছেন, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।