স্টাফ রিপোর্টার : শিক্ষা মন্ত্রনালয় যখন দেশে শিক্ষা খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেশ গড়ার কারিগর তৈরির দিকে নজর দিয়েছে ঠিক সে সময় অভয়নগরের সালের একমাত্র ৮ম শ্রেণির অনুমোদনপ্রাপ্ত সিদ্দিপাশা জিয়েলতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় ও চর্তুথ শ্রেণির ক্লাস দু’মাস বন্ধ। অবশিষ্টদের ক্লাস নিতে বাধ্য হতে হচ্ছে বারান্দায় বলে জানা গেছে। সরজমিনে স্কুল পরির্দশনে গিয়ে দেখা যায়, প্রথম ও দ্বিতীয় শ্রেণির ক্লাস বারান্দায় চলছে। পর্যায়ক্রমে ৫ম শ্রেণির ও ৬ষ্ঠ শ্রেণির ক্লাস হয় একটি রূমে। এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক জিএম আকবর হোসেন জানান, দীর্ঘদিন ধরে ভবন সংস্কার না হওয়া, ক্লাসের শিক্ষার্থী সংখ্যা বেশি হওয়ায় এ অবস্থা তৈরি হয়েছে। যা আশু পরিত্রানের কোনো রাস্তা আমরা দেখছিনা। তিনি আরো বলেন, ৫ম শ্রেণিতে ৭০ জন ও ৮ম শ্রেণিতে ২৬জন শিক্ষার্থী যারা বোর্ড পরীক্ষায় অংশ নেবে। অথচ তাদের ক্লাস নেয়া দুঃসাধ্য হয়ে দাড়িয়েছে। প্রচন্ড গরম আর বিদ্যুত বিভ্রাটের কারণে মাঝে মধ্যে শিক্ষার্থীরা হিট স্ট্রোকে আক্রান্ত হচ্ছে। তৃতীয় ও চতুর্থ শ্রেনির ক্লাস বন্ধ থাকা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, স্কুলে শিক্ষার্থীদের বসতে দেওয়ার মতো কোন অবকাঠামো নেই। যে ভবনে তারা বসত সেটা অকার্যকর ঘোষনা করাহয়েছে। এখন রুমে তালা দেয়া রয়েছে। এরপরও আমরা বারান্দায় ক্লাস নিচ্ছি। স্কুল সভাপতি শেখ আবু জাফর বলেন, স্কুলের অবস্থা খুবই খারাপ। আপনাদের মাধ্যমে উদ্ধর্তন কর্তৃপক্ষের নিকট জোর দাবী যেন বিকল্প ব্যবস্থা তৈরি করে ক্লাস ও পাঠদানের ব্যবস্থা করা যায়। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল জব্বার বলেন, ভবনের অভাবে ক্লাস বন্ধ আছে তা আমার জানা নেই। প্রধান শিক্ষক ও এটিও সাহেব আমাকে এ বিষয়ে কিছুই জানায় নি। তবে বিষয়টি আশু সমাধানের প্রচেষ্টা অব্যাহত রাখবো। তিনি আরো বলেন, প্রাথমিক প্রর্যায়ে আসন সংকট হলে সেটার জন্য স্কুল কমিটির এগিয়ে আসা বিশেষ প্রয়োজন। সরজমিন পরির্দন করে এ সমস্যা সমাধান অল্প সময়ে করা হবে।
বি.এইচ.মাহিনী
২২-০৮-১৭
Check Also
আশাশুনির প্রতাপনগরে ৫ আগস্ট বন্দুকের গুলিতে নিহত ৩ শহীদের অভিভাবকদের সংবাদ সম্মেলন
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।। গত ৫ আগষ্ট-২০২৪ আশাশুনি উপজেলার প্রতাপনগরে আওয়ামীলীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান …