নেইমারের পারফরম্যান্সে এক সময় আনন্দে ভাসলেও এখন সেই মহা তারকাই যেন বার্সেলোনার একমাত্র শত্রুতে পরিণত হয়েছে।
সাবেক ক্লাবের বিপক্ষে নেইমারের অভিযোগ আর তার বিরুদ্ধে ক্লাবের পক্ষ থেকে নানা সমালোচনার বিষয়ই এখন বিশ্ব ফুটবলের অন্যতম আলোচনার বিষয়।
এদিকে ফুটবলার ও সাবেক ক্লাবের মধ্যে কথার খেলা চলতে থাকলেও হঠাৎ করেই নেইমারের বিরুদ্ধে মামলা করে বসেছে বার্সা।
২২২ মিলিয়ন ইউরোর রেকর্ড ট্রান্সফারের বিনিময়ে পিএসজিতে চলে আসা ব্রাজিলিয়ানের বিরুদ্ধে ক্লাবটির পক্ষ থেকে চুক্তি ভঙ্গের অভিযোগ উঠেছে। সঙ্গে চাওয়া হয়েছে নবায়নের জন্য দেয়া বোনাসের অর্থ।
গত ডিসেম্বরে বার্সার সঙ্গে পাঁচ বছরের নতুন চুক্তি করে নেইমার। চুক্তির সময় স্প্যানিশ ক্লাবটি ৮.৫ মিলিয়ন ইউরো বোনাস হিসেবে দিয়েছিল নেইমারকে। কিন্তু চলতি মৌসুমে বার্সা ছেড়ে পিএসজিতে যোগ দেয়ায় নেইমারকে দেয়া নবায়ন বোনাসের অর্থ ফেরত চেয়েছে বার্সেলোনা।
একই সঙ্গে চুক্তিভঙ্গের জন্য ক্ষতিপূরণ হিসেবে ৮৫ লাখ ইউরো ও দেরিতে দেয়ার জন্য ১০ শতাংশ বাড়তি অর্থ দাবি করেছে দলটি।
মঙ্গলবার বার্সেলোনা এক বিবৃতিতে নেইমার এ অর্থ পরিশোধ করতে না পারলে পিএসজিকে দায়িত্ব নেয়ার অনুরোধ জানিয়েছে।